IQNA

থমথমে কাশ্মীর, স্কুল কলেজ বন্ধ

23:34 - November 18, 2017
সংবাদ: 2604348
আন্তর্জাতিক ডেস্ক: ভারত অধিকৃত জম্মু কাশ্মীরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় শ্রীনগরের ৮টি পুলিশ স্টেশনে জারি করা হয়েছে সতর্কতা। বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে ভারতীয় সেনা। শুক্রবার ভারতীয় বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক গেরিলা নিহত হওয়ার পরই শ্রীনগরে বাড়তি সতর্কতা জারি করা হয়।

বার্তা সংস্থা ইকনা: জানা গেছে, পরিমপোরা, রাইনাওয়ার, সাফা কাদাল, খনয়ার এবং এমআর গুঞ্জের মতো কিছু জায়গায় এই সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার শ্রীনগরের বাইরে ভারতীয় বাহিনীর সঙ্গে গুলিতে কথিত আল কায়েদার এক গেরিলা নিহত হয়। ধরা পড়ে অন্য এক গেরিলা। গেরিলাদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহতদ হন এক পুলিশ কর্মকর্তা।

এ ঘটনার পরই ঐতিহাসিক জামিয়া মসজিদ বন্ধ করে দেয়া হয়। মাত্র তিন সপ্তাহ আগে জামিয়া মসজিদের দ্বার প্রার্থনার জন্য খুলে দেয়া হয়েছিল।

এদিকে শ্রীনগরের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শুধু রেলের পরীক্ষা নির্ধারিত সূচি মেনেই হবে। তবে রেল পরিসেবা বন্ধ রাখা হয়েছে।

কাশ্মীরে স্বাধীনতাকামীদের খতম করার নির্দেশ ভারত সরকারের

মুসলিম প্রধান জম্মু-কাশ্মীর উপত্যকায় মোতায়েন ভারতীয় নিরাপত্তা বাহিনীকে সহিংসতা সৃষ্টিকারীদের খতম করার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। ফলে সেখানে স্বাধীনতাকামীদের বিরুদ্ধে দমন অভিযান আরো তীব্র করা হবে বলে এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআই’কে জানিয়েছেন।

কাশ্মীর পরিস্থিতি নিয়ে ১৫ নভেম্বর দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক থেকে ওই নির্দেশ দেয়া হয়। সম্প্রতি কাশ্মির উপত্যকায় সহিংসতার হার বেড়ে গেছে এবং জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে হত্যা করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারামন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তরা অংশ নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, জঙ্গিদের বিরুদ্ধে অভিযান আগের চেয়ে অনেক কঠোর করা হবে। উপত্যকায় স্থায়ী শান্তি আনার প্রচেষ্টা হিসেবে সরকার সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করতে ধনেশ্বর শর্মাকে বিশেষ প্রতিনিধি নিয়োগ দিলেও দমন অভিযান চলবে।

নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে কাশ্মীর উপত্যকায় জঙ্গি বিরোধী অভিযান জোরদার করেছে।

জম্মু-কাশ্মীর পুলিশের মহাপরিচালক এসপি ভাইদ সম্প্রতি বলেন, চলতি বছর নিরাপত্তা বাহিনী কাশ্মীরে ১৭০ জনের মতো জঙ্গিকে হত্যা করেছে। আরটিএনএন
captcha