IQNA

ইংল্যান্ডের স্কুলে কুরআন প্রদর্শনী

21:37 - November 29, 2017
সংবাদ: 2604436
আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের অসলো সিটির একটি প্রাথমিক স্কুলে অনুদিত কুরআন প্রদর্শিত হয়েছে।
ইংল্যান্ডের স্কুলে কুরআন প্রদর্শনী

বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রদর্শনী "প্রেম, শান্তি এবং সাদৃশ্য" শিরোনামে অনুষ্ঠিত হচ্ছে। আসলো সিটর পিপিঞ্জ স্কুলের শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের নিয়ে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে এবং তারা পবিত্র কুরআনের সাথে পরিচিত হয়েছে।

"প্রেম, শান্তি এবং সাদৃশ্য" প্রদর্শনীতে ২০০ শিক্ষার্থীর ৭৫ জন অভিভাবকে নিয়ে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে।

কুরআন প্রদর্শনীর আয়োজক আহমাদ বাহাতী বলেন: আমি যখন পিপিঞ্জ স্কুলের কর্তৃপক্ষের নিকট যখন কুরআন প্রদর্শনীর কথা বলি, তখন তারা অতি আগ্রহের সাথে আমার প্রস্তাব মেনে নিয়েছে।

এই প্রদর্শনীর মুল উদ্দেশ্য হচ্ছে, প্রেম, শান্তি এবং সংহতি। এই প্রদর্শনীতে দর্শনার্থীরা অতি আগ্রহের সাথে অনুদিত কুরআন প্রদর্শন করেছেন এবং এর মাধ্যমে অমুসলিমরা ইসলাম ধর্ম সম্পর্কে অধিক জানতে পেরেছে।

iqna


captcha