IQNA

উজবেকিস্তানে "রুপার স্ট্যাম্পে পবিত্র কাবার ছবি" প্রদর্শনী + ছবি

17:53 - December 01, 2017
সংবাদ: 2604450
আন্তর্জাতিক ডেস্ক: উজবেকিস্তানে "রুপার স্ট্যাম্পে পবিত্র কাবার ছবি" প্রদর্শনীটি সেদেশের কমিউনিকেশন যাদুঘর অনুষ্ঠিত হয়েছে।
উজবেকিস্তানে

বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রদর্শনীটি রাশিয়ান কালচারাল কমিউনিকেশন সেন্টারের উদ্যোগে এবং উজবেকিস্তান পোস্ট ইউনিয়ন ও রাশিয়ার বেসরকারি মানবিক মিশনের সহযোগিতায় ২৮শে নভেম্বর থেকে উজবেক কমিউনিকেশন যাদুঘরে শুরু হয়েছে এবং একাধারে দুই মাস ব্যাপী অব্যাহত থাকবে।

দর্শনার্থীদের প্রদর্শনের জন্য এই প্রদর্শনীতে ৪০টি রুপার স্ট্যাম্প উপস্থাপন করা হয়েছে। WT কোম্পানির আদেশে ৯৯৯ ক্যারেটের রুপা দিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই স্ট্যাম্পগুলো নির্মাণ করা হয়েছে।

পবিত্র কাবা শরিফ নিয়ে বিশ্বের ২৪টি ইসলামী দেশ যেসকল স্ট্যাম্প তৈরি করেছে সেসকল স্ট্যাম্প রুপার পাতের উপর নির্মাণ করে এই প্রদর্শনীতে উপস্থাপন করা হয়েছে।

এছাড়া এই প্রদর্শনীর পাশাপাশি রুপার পাতের উপর পবিত্র কুরআনের এই পৃষ্ঠাও উপস্থাপন করা হয়েছে।

iqna


captcha