IQNA

ক্ষেপণাস্ত্র উৎপাদন চলবে কিন্তু আলোচনা হবে না: আয়াতুল্লাহ খাতামি

15:17 - March 02, 2018
সংবাদ: 2605161
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, ক্ষেপণাস্ত্রসহ আত্মরক্ষামূলক সব ধরনের সমরাস্ত্র নির্মাণ অব্যাহত রাখবে ইরান। সেইসঙ্গে তেহরান আত্মরক্ষার প্রশ্নে কোনো ধরনের আলোচনায় বসবে না।


পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আয়াতুল্লাহ খাতামি আজ তেহরানের জুমার নামাজের খোতবায় এ বক্তব্য দেন। তিনি বলেন, প্রতিরক্ষা সামগ্রী নির্মাণের কাজ পূর্ণ গতিতে চলবে এবং এ ব্যাপারে ইরান অন্য কোনো দেশের অনুমতি নেবে না।

ইয়েমেনে সৌদি আরবের বর্বরোচিত আগ্রাসনের কথা উল্লেখ করে তেহরানের জুমার নামাজের খতিব বলেন, ইয়েমেন বর্তমানে নিরপরাধ মানুষ হত্যার বধ্যভূমিতে পরিণত হয়েছে। যে দেশটির জনগণ ক্ষুধা, দুর্ভিক্ষ ও মহামারিতে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে সেদেশের জনগণকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করছে সৌদি আরব।
আয়াতুল্লাহ খাতামির ইমামতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হচ্ছে

আয়াতুল্লাহ খাতামি জুমার নামাজের খুতবার অন্য অংশে বাহরাইনকে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক কারাগার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রতিদিনই বাহরাইনের কোনো না কোনো যুববককে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা দীর্ঘমেয়াদি সাজা দেয়া হচ্ছে। অচিরেই বাহরাইনের শহীদদের রক্তের বদৌলতে দেশটির আলে-খালিফা সরকারের পতন হবে এবং দেশটির জনগণ মুক্তি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তেহরানের জুমার নামাজের খতিব মিয়ানমারের হাজার হাজার মুসলমানের গণহত্যার কথা উল্লেখ করে বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজের উচিত অবিলম্বে এই গণহত্যা বন্ধ করে রোহিঙ্গা মুসলমানদেরকে নিরাপদে তাদের ঘরবাড়িতে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়া।

captcha