IQNA

স্পেনের মুসলমানদের জন্য ৩ হাজার কুরআন অনুদান করল তুরস্ক

2:43 - March 30, 2018
সংবাদ: 2605388
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পক্ষ থেকে স্পেনের মুসলমানদের জন্য পবিত্র কুরআনের ৩ হাজার পাণ্ডুলিপি অনুদান করা হয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: তুর্কি ধর্মীয় সংগঠন ঘোষণা করেছে, স্পেনের মুসলমানদের জন্য তুরস্ক পবিত্র কুরআনের ৩ হাজার পাণ্ডুলিপি অনুদান করেছে।

এই বিবৃতিতে আরও ঘোষণা করা হয়েছে: স্পেনীয় ভাষায় অনুদিত এসকল পাণ্ডুলিপি স্পেনের গ্রেনাডা এবং অ্যাশবির শহরে বসবাসরত মুসলমানদের মধ্যে বিতরণ করা হয়েছে।

তুরস্ক এর এন্ডোমেন্ট অফিসে সহযোগিতা "আমার উপহার একটি কোরান হতে দিন" শিরোনামে এক ক্যাম্পেইনের মাধ্যমে পবিত্র কুরআনের এসকল পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।

এই প্রকল্পের প্রতি বিশ্বের মুসলমানদের আকর্ষণের প্রতি ইঙ্গিত করে তুর্কি ধর্মীয় সংগঠন বলেছে: এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে সকল মানুষের কাছে পবিত্র কুরআনের বার্তা পৌঁছে দেয়া

উল্লেখ্য, "আমার উপহার একটি কোরান হতে দিন" প্রকল্পটি বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত পবিত্র কুরআনের ২ কোটি পাণ্ডুলিপি বিতরণের জন্য চালু করা হয়েছে। এ পর্যন্ত বলকানস, মধ্য এশিয়া, ল্যাটিন আমেরিকা, ককেশাস, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে এক কোটি ঊর্ধ্বে পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।

iqna

 

 

 

 

 

captcha