IQNA

বসন্তের আয়াতসমূহের তিলাওয়াত -৪;

আব্দুল বাসিত মুহাম্মাদ আব্দুস সামাদের সুললিত কণ্ঠে সূরা আনকাবূতের তিলাওয়াত

16:07 - April 12, 2018
সংবাদ: 2605496
আন্তর্জাতিক ডেস্ক: বসন্তের আয়াত সমৃদ্ধ পবিত্র কুরআনের আনকাবূত সূরা। এক মাহফিলে বিশ্ব বিখ্যাত ক্বারি আব্দুল বাসিত মুহাম্মাদ আব্দুস সামাদ এই সূরাটি তিলাওয়াত করেছেন।



বার্তা সংস্থা ইকনা: মহান আল্লাহ তায়ালা পক্ষ থেকেই বসন্ত আসে যা তার রহমত ও বরকতের বার্তা সম্পর্কে আমাদেরকে অবগত করে। বসন্ত কালে ঠাণ্ডা বাসাত ঘুমিয়ে পড়ে এবং গাছপালা পুনরায় জন্মগ্রহণ করে। আকাশে মেঘ থাকে, পৃথিবীর বুক সবুজ হয়। প্রকৃতি তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই সুন্দর মনোরম পরিবেশ বসন্তের আয়াতসমূহের তিলাওয়াত শুনে আমরা আমাদের হৃদয়কে বসন্ত সতেজতায় সতেজ করি।
মিশরের বিখ্যাত ক্বারি আব্দুল বাসিত মুহাম্মাদ আব্দুস সামাদ আনকাবূত সূরাটি মিশরের রেডিওতে তিলাওয়াত করেছিলেন। এই মাহফিলে তিনি সূরা আনকাবূতের ৪৬ থেকে ৬৯ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছিলেন।

  


সূরা আনকাবূতের ৬৩ নম্বর আয়াতে জমিন মৃত হওয়ার পর পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে দৃষ্টিপাত করা হয়েছে:
وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ ﴿۶۳﴾
যদি তুমি তাদের জিজ্ঞেস কর, ‘আকাশ হতে কে বারি বর্ষণ করেন, অতঃপর এর দ্বারা মৃত ভূমিকে সজীব করেন?’ তারা অবশ্যই বলবে, ‘আল্লাহ’; তুমি বল, ‘সমুদয় প্রশংসা আল্লাহর জন্যই’; কিন্তু তাদের অধিকাংশ তা অনুধাবন করে না।

iqna

captcha