IQNA

দুবাই কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ৯ দেশের প্রতিনিধির অংশগ্রহণ

12:37 - May 29, 2018
সংবাদ: 2605867
আন্তর্জাতিক ডেস্ক: দুবাই কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতার দ্বিতীয় দিনে কাজাখিস্তান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর, সুদান, বেনিন, বুরুন্ডি, মালদ্বীপ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো প্রতিনিধিবর্গ একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করেছেন।


বার্তা সংস্থা ইকনা: দুবাই কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতার দ্বিতীয় দিনে কাজাখিস্তানের সুহান ওলীওফ, অস্ট্রেলিয়ার মুসাভাইয়ান আনওয়ার, ফ্রান্সের ইসহাক মাতুইনলাহ, সিঙ্গাপুরের মুহাম্মাদ জোবাইর বিন আদলী নাজারী, সুদানের মুহাম্মাদ আব্দুল বারিমাহ আব্দুল কারিম, বেনিনের জুলকেইফ আসুমা, বুরুন্ডির নাদাইরা আগিজী, মালদ্বীপের মোরশেদ আল-আমিন ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর শাহাদী কাসেম মুহাম্মাদ একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করেছেন। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে দুবাই কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান ইবরাহিম বামালহা উপস্থিত ছিলেন।
দুবাই কুরআন অ্যাওয়ার্ড ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারক কমিটির প্রধান ইবরাহিম হুইমেল বলেন: উক্ত প্রতিযোগিতার দ্বিতীয় রাজে একে অপরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে।
তিনি বলেন: এই প্রতিযোগিতায় বিচারকমণ্ডলী আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পূর্বে বিচারকমণ্ডলী প্রতিযোগীদের হোটেলে উপস্থিত হয়ে তাদের নিকট থেকে প্রাথমিক পরীক্ষা গ্রহণ করছে।
দুবাই কুরআন অ্যাওয়ার্ড ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রথম রাতে জর্ডান, তানজানিয়া, উগান্ডা, তাজিকিস্তান, গাবন, পর্তুগাল ও মিয়ানমারে প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করেছেন।
উল্লেখ চলি বছরে দুবাই কুরআন অ্যাওয়ার্ড ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১০৪টি দেশ অংশগ্রহণ করেছে। উক্ত প্রতিযোগিতা ৬ষ্ঠ রমজানে দুবাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে শুর হয়েছে এবং একাধারে ১৯শে রমজান পর্যন্ত অব্যাহত থাকবে।
উক্ত প্রতিযোগিতা শুধুমাত্র সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে মুহাম্মাদ রেজা জাহেদী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
iqna

 

captcha