IQNA

ইমাম বাকির(আ.) এর দৃষ্টিতে আবির্ভাবের সামাজিক ও রাজনৈতিক নিদর্শন

20:31 - June 11, 2018
সংবাদ: 2605963
ইমাম বাকির(আ.) বলেছেন, মানুষ যখন ভয়ঙ্কর অবস্থায় থাকবে, রাষ্ট্রদ্রোহ এবং দুর্যোগ জনগণের কাছে আসবে এবং তারা মহামারিতে জর্জরিত হবে তখন আমাদের কায়েম আবির্ভূত হবেন।

 

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে সামাজিক ও রাজনৈতিক ঘটনা সম্পর্কে হাদিসে এমন সকল স্পষ্ট বাণী এসেছে যা আমাদেরকে ইমাম মাহদীর আবির্ভাবের সঠিক সময় সম্পর্কে অবগত হতে সহায়তা করে।

ইমাম বাকির(আ.) বলেছেন, যখন মানুষের মধ্যে অনেক ভয় ও ত্রাস সৃষ্টি হবে, বিশৃঙ্খলা দেখা দিবে এবং মহামারি দেখা দিবে। তখন আরবের মধ্যে অনেক হিংস্র মানুষ দেখা যাবে যারা খুন-খারাবিতে ব্যস্ত হয়ে পড়বে। এই সময় মানুষ দিবারাত্র মৃত্যু কামনা করবে।

সূত্র: বিহারুল আনওয়ার ৫২তম খণ্ড, পৃ: ২৩১

যে ছয়টি নিদর্শন দেখার পর ইমাম মাহদীর আবির্ভাব নিকটবর্তী হবে তা হচ্ছে:

১-মানুষ হিংস্র হয়ে যাবে।

২-বেশী বেশী ভূমিকম্প হবে এবং তাতে বহু মানুষ মারাও যাবে।

৩-ফেতনা এবং বালামুসিবত অতিমাত্রায় বৃদ্ধি পাবে।

৪-আরবরা গায়ের জোরে হুকুমত করবে এবং বহু খুনখারাবি করবে।

৫-মানুষ বহু ধর্ম ও মাজহাবে বিভক্ত হয়ে যাবে।

৬-অশ্লীলতা খুব বেশী বৃদ্ধি পাবে এবং সাংস্কৃতিক অঙ্গন হবে যাবে অবাধ যৌনতার কেন্দ্র।

captcha