IQNA

ইসরাইলের পতাকা ছিঁড়লেন মেসি

23:53 - June 14, 2018
সংবাদ: 2605985
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের কিছু নাগরিক এক অনন্য পরিকল্পনার মাধ্যমে একটি বড় দেয়ালে আর্জেন্টিনার বিশ্ববিখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসির ছবি এঁকেছেন। ছবিটিতে দেখা গিয়েছে যে, মেসি একটি শক্তিশালী শটের মাধ্যমে ইসরাইলের পতাকা ছিঁড়ে ফেলেছেন।

ইসরাইলের পতাকা ছিঁড়েছেন মেসি

বার্তা সংস্থা ইকনা: এই ছবিটি দখলকৃত অঞ্চল এবং পশ্চিম তীরের মধ্যে একটি বাফারে আকা হয়েছে। ছবিটিতে দেখা যায় যে, মেসি তার মুখে ফিলিস্তিনের একটি চাপিয়া পেঁচিয়ে একটি বলে শক্তিশালী শট করেছেন। তার এই শক্তিশালী শটের ফলে কাঁটাতারের বেড়া ছিঁড়ে সরাসরি ইসরাইলের পতাকায় বলটি আঘাত হেনেছে।

উল্লেখ্য, জেরুজালেমকে যায়নবাদী শাসনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার উপলক্ষে আগামীকাল (১৬ই জুন) জেরুজালেমে ইসরাইল এবং আর্জেন্টিনার মধ্যে বন্ধুত্বপূর্ণ একটি ম্যাচ খেলার কথা ছিলো। কিন্তু আর্জেন্টিনার ফুটবল তারকারা এই ম্যাচ বর্জন করেছেন।

আর্জেন্টিনার ইউনাইটেড টিমের স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন এই খেলা বর্জনের প্রতি ইঙ্গিত করে বলেন: আমরা সেরা এবং সবচেয়ে যৌক্তিক কাজ করতে পারেনি। আমরা বিশ্বাস করি যে, সর্বোৎকৃষ্ট পন্থ হচ্ছে এই খেলায় অংশগ্রহণ না করা।

গঞ্জালো হিগুয়াইনের মন্তব্যের ব্যাপারে হার্ভেজ ভাষায় হিব্রু সংবাদপত্র উল্লেখ করেছে, "হিগুয়াইন সহ আর্জেন্টিনার অন্যান্য প্লেয়ারগণ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন।

iqna

 ইসরাইলের পতাকা ছিঁড়েছেন মেসি

captcha