IQNA

শেষ জামানার ফিতনা থেকে রক্ষা পেতে সূরা কাহাফের গুরুত্ব

6:11 - July 27, 2018
সংবাদ: 2606313
রাসূলুল্লাহ (সা.) থেকে বর্ণিত হয়েছে যে, যদি কেউ শুক্রবার দিনে পবিত্র কোরআনের সূরা কাহাফ পাঠ করে, তাহলে সে পরবর্তী ৬ দিন পর্যন্ত সব ধরনের ফি‌তনা ও ফাসাদ থেকে নিরাপদ থাকতে পারবে এবং এমনকি যদি এ সময়ে দজ্জালও বাহির হয় তবুও তার কোন অনিষ্ঠ সাধন করতে পারবে না।

শেষ জামানার ফিতনা থেকে রক্ষা পেতে সূরা কাহাফের গুরুত্ব



শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট মুফাসসের-এ-কোরআন ও ইসলামি চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহসেন কারাআতি বলেছেন যে, পবিত্র কুরআনের সূরা কাহাফ তিলাওয়াতের অপরিসীম ফজিলত ও গুরুত্ব রয়েছে। তম্মধ্যে রাসূল (সা.) হতে বর্ণিত একটি হাদীস বিশেষভাবে উল্লেখযোগ্য। রাসূল (সা.) এ হাদীসে সুস্পষ্টভাবে বর্ণনা করেন,

مَن قرأ الکهف یوم الجمعة فهو معصوم إلی ستّة أیَام من کلّ فتنة تکون، فإن خرج الدّجّال عصم منه؛

যদি কেউ শুক্রবার দিনে পবিত্র কুরআনের সূরা কাহাফ পাঠ করে, তাহলে সে পরবর্তী ৬ দিন পর্যন্ত সব ধরনের ফি‌তনা ও ফাসাদ থেকে নিরাপদ থাকতে পারবে এবং এমনকি যদি এ সময়ে দজ্জালও বাহির হয় তবুও তার কোন অনিষ্ঠ সাধন করতে পারবে না।(সূত্র: নুরুস সাকালাইন, ৩য় খণ্ড, পৃ. ২৪২)

captcha