IQNA

ইমাম মাহদী(আ.) আল্লাহর সর্বশেষ হুজ্জাত

9:21 - July 28, 2018
সংবাদ: 2606321
পবিত্র কুরআন ও হাদিসের আলোকে পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই আল্লাহর হুজ্জাত এবং ঐশী নেতা বিহীন থাকবে না।


বার্তা সংস্থা ইকনা: মহান আল্লাহ মানুষকে দুই ধরেনর হুজ্জাত দান করেছেন একটি জাহেরি আরেকটি বাতেনি। বাতেনি হুজ্জাত হচ্ছে আকল তথা বুদ্ধিমত্তা যার মাধ্যমে মানুষ বুঝতে পারে যে কিয়ামত পর্যন্ত হেদায়াতকারী নেতার প্রয়োজন। তখন মানুষ তার জাহেরি হুজ্জাতকে তথা ইমামকে চিনতে পারে।

পবিত্র কুরআনের সূরা রায়দের ৭১ নং আয়াতে বর্ণিত হয়েছে: এবং যারা অবিশ্বাসী তারা বলে, ‘এই ব্যক্তির প্রতি তার প্রতিপালকের পক্ষ হতে (আমাদের চাহিদামত) নিদর্শন কেন অবতীর্ণ হয় না?’ (হে রাসূল!) তুমি তো কেবল সতর্ককারী এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে এক পথ প্রদর্শক।

সুতরাং নবী যখন থাকবেন না তখনও অনেক মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে যাদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ ইমাম পাঠিয়েছেন আর তাদের সর্বশেষ ইমাম হলেন ইমাম মাহদী(আ.)।

ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: পৃথিবী কখনোই ইমাম ছাড়া চলতে পারে না। কেননা পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে আল্লাহর বানী সর্বদা তাদের কাছে পৌঁছে দাও এই দায়িত্ব হচ্ছে ইমামগণের(আ.) উপর রাসূলের(সা.) পর ১২জন ইমাম একর পর এক আল্লাহর বাণীসমূহকে মানুসেল কাছে পৌঁছে দিবেন।

হাদীসে বর্ণিত হয়েছে: যদি দুনিয়াতে মাত্র দুইজন মানুষ অবশিষ্ট থাকে তাহলে একজন হবে ইমাম আরেকজন হবে তার অনুসারী। সুতরাং দুনিয়া হুজ্জাত ছাড়া চলতে পারে না প্রতিটি মানুষের জন্যই আল্লাহ হুজ্জাত তথা ইমাম দান করেছেন।

সুতরাং সবার শেষে যিনি মারা যাবেন তিনি হচ্ছেন আল্লাহর হুজ্জাত তথা ইমাম। যাতে কেউ বলতে না পারে হে আল্লাহ! আমাকে হেদায়েত করার জন্য কেউ ছিল না।

captcha