IQNA

মুসলমানদের ধর্ম পরিবর্তনের প্রচেষ্টায় চীনের সরকার

23:08 - August 05, 2018
সংবাদ: 2606381
আন্তর্জাতিক ডেস্ক: "ফরেন পলিসি" ম্যাগাজিন ঘোষণা করেছে: চীনের সরকারি কর্মকর্তারা সেদেশের মুসলমানদের ধর্ম পরিবর্তন করার চেষ্টা করছে।

মুসলমানদের ধর্ম পরিবর্তনের প্রচেষ্টায় চীনের সরকার
বার্তা সংস্থা ইকনা: আমেরিকান "ফরেন পলিসি" ম্যাগাজিন চীনের উইগুর শহরের সংখ্যালঘু মুসলিমদের সাথে সেদেশের সরকারি কর্মকর্তাদের বিদ্রূপপূর্ণ আচরণের তীব্র নিন্দা জানিয়েছে।
এই ম্যাগাজিন আরও ঘোষণা করেছে, ডিটেনশন ক্যাম্পে প্রায় দাশ লাখ বন্দি আছে। এই ক্যাম্পটি অত্যাধুনিক সরঞ্জাম দ্বারা নিয়ন্ত্রিত করা হয়।
চীনের সরকারি কর্মকর্তা মুসলিম বন্দীদের তাদের ধর্ম পরিবর্তন করে চীনা কমিউনিস্ট পার্টিতে যোগ দেওয়ার কথা বলেছে। এছাড়াও চীনের সরকার পবিত্র রমজান মাসে সেদেশের সকল মুসলিম অধিবাসীদের নামাজ, ধর্মীয় শিক্ষা এবং রোজা রাখার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
উল্লেখ্য, চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের উইঘুর প্রদেশের সংখ্যালঘু মুসলমানেরা জীবন যাপন করেন। এই শহরে ১ কোটি ২০ লাখের অধিক মুসলিম অধিবাসী রয়েছে। এসকল মুসলিম নাগরিকগণ চীনা ভাষা ছাড়াও তুর্কি ভাষায় কথা বলেন। তুর্কি সরকারের সাথে অনেক সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তবে তুরস্কের সরকারের পক্ষ থেকে তেমন সহায়তা পায়না।
iqna

 

captcha