IQNA

ঈদে গাদীর উপলক্ষে সুইডেনে বিশেষ অনুষ্ঠান

13:03 - August 25, 2018
সংবাদ: 2606549
আন্তর্জাতিক ডেস্ক: দশম হিজরির ১৮ ই জিলহজ বিদায় হজ শেষে সুরা মায়িদার ৬৭ নম্বর আয়াত অবতীর্ণ হওয়ার পর বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) তাঁর চাচাতো ভাই ও জামাতা আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.)-কে 'গাদীর' নামক স্থানে নিজের উত্তরসূরি বা স্থলাভিষিক্ত বলে ঘোষণা করেছিলেন। এই দিনটি ঐতিহাসিক গাদীর দিবস বা ঈদে গাদীর হিসেবে খ্যাত।


বার্তা সংস্থা ইকনা: মহিমান্বিত এই দিনটি উপলক্ষে সুইডেনের ইমাম আলী (আ.) ইসলামী সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানটি বৃহস্পতিবার(৩০শে আগস্ট) অনুষ্ঠিত হবে।
সুইডেনের রাজধানী স্টকহোমে ইমাম আলী (আ.) ইসলামী সেন্টার ঘোষণা করেছে, মুসলমানদের বৃহত্তম খুশির দিন "ঈদে গাদীর" উপলক্ষে "সুরুশে গাদীর" শিরোনামে ইমাম আলী (আ.) ইসলামী সেন্টারে আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিল স্থানীয় সময় ১৮টায় শুরু হবে। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে। পরবর্তীতে কবিতা পাঠ, প্রদর্শনী, ইসলামী সঙ্গীত, ভিডিও ক্লিপ, মর্সিয়া ও প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও গাদীরের আলোকে বক্তৃতা পেশ করবেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন নাসির নাকাভিয়ান।
iqna

 

 

 

captcha