IQNA

ইরাকে ফাতাহ জোট:

ইরাকের জনপ্রিয় গণ-স্বেচ্ছাসেবী বাহিনীর প্রধানের বরখস্তের বিষয়টি বৈধ নয়

16:12 - September 01, 2018
সংবাদ: 2606600
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের ফাতাহ জোট এক বিবৃতিতে ঘোষণা করেছে, ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি দেশটির জনপ্রিয় গণ-স্বেচ্ছাসেবী বাহিনী- 'হাশদ আশ-শাবি'র প্রধান ফালিহ আল-ফাইয়াজকে বরখাস্ত করেন। ফালিহ আল-ফাইয়াজকে বরখাস্ত করা ঠিক হয়নি।



বার্তা সংস্থা ইকনা: ইরাকের ফাতাহ জোট বিবৃতিতে উল্লেখ করেছে, ইরাকের জনপ্রিয় গণ-স্বেচ্ছাসেবী বাহিনী- 'হাশদ আশ-শাবি'র প্রধান ফালিহ আল-ফাইয়াজের বরখস্তের বিষয়টি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এটি বৈধ নয়। এটি একটি বিপজ্জনক পদক্ষেপ।
প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বৃহস্পতিবার রাতে এক নির্দেশে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও গণ-স্বেচ্ছাসেবী বাহিনীর প্রধানের পদ থেকে ফালিহ আল-ফাইয়াজকে সরিয়ে দেন। ইরাক থেকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশকে উৎখাতে জনপ্রিয় গণ-স্বেচ্ছাসেবী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ইরাকি প্রধানমন্ত্রী তার নির্দেশে দাবি করেন, আল-ফাইয়াজ রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় তাকে বরখাস্ত হয়েছে। তিনি দাবি করেন, দেশের নিরাপত্তা রক্ষার স্পর্শকাতর দায়িত্বের সঙ্গে রাজনৈতিক তৎপরতা সাংঘর্ষিক হওয়ায় আল-ফাইয়াজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।

তবে ইরাকের কোনো কোনো রাজনৈতিক সূত্র বলছে, মার্কিন হস্তক্ষেপে দেশটিতে একটি নয়া সরকার গঠিত হতে যাচ্ছে। আমেরিকার স্বার্থ রক্ষা করা হবে নতুন ওই সরকারের প্রধান দায়িত্ব। সেই লক্ষ্যকে সামনে রেখে ফালিহ আল-ফাইয়াজকে সরিয়ে দেয়া হয়ে থাকতে পারে।

ইরাকে গত ১২ জুন পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু নয়া পার্লামেন্ট এখনো সংখ্যাগরিষ্ঠ রায়ে নয়া প্রধানমন্ত্রী নির্বাচনে ব্যর্থ হওয়ায় হায়দার আল-এবাদি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।
iqna

 

captcha