IQNA

‘হিজাবী শিক্ষার্থীদের বহিষ্কার-বাজে আচরণ, নোংরামি ছাড়া আর কিছুই না’

23:54 - September 26, 2018
সংবাদ: 2606818
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার লাগোস রাজ্যের মুসলিম শিক্ষার্থীদের সংগঠন এমএসএসএন অঞ্চলটির গভর্নর আকিনউনমি আম্বোডের প্রতি রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে হিজাব পরিধান করা নিয়ে যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে তার দুর করার জন্য আহ্বান জানিয়েছে।

‘হিজাবী শিক্ষার্থীদের বহিষ্কার-বাজে আচরণ, নোংরামি ছাড়া আর কিছুই না’

 
বার্তা সংস্থা ইকনা: The Muslim Students Society of Nigeria (MSSN) এর পক্ষ থেকে চলতি মাসের ৯ তারিখে এবিষয়ে একটি পিটিশন দেয়া হয়। পিটিশনটিতে ২০১৬ সালের ২১ জুলাই দেশটির একটি আদালত কর্তৃক দেয়া একটি পর্যবেক্ষণের উদ্ধৃতি দিয়ে বলা হয়- হিজাব পরিধান করা নাগরিকদের একটি মৌলিক মানবাধিকার।

গণমাধ্যমের খবর অনুযায়ী- এমএসএসএন তাদের আবেদনে গভর্নরকে আদালতের দেয়া পর্যবেক্ষণ অনুযায়ী অঞ্চলটির প্রধানের প্রতি জনগণের হিজাব পরিধান করার অধিকারকে সুরক্ষা দেয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করতে আহ্বান জানায়।

MSSN এর আবেদনটির একাংশে বলা হয়েছে- ‘আমাদের সদস্যদের প্রতি সম্প্রতি যে আচরণ দেখানো হচ্ছে তা সংবিধান পরিপন্থী কাজ। যেভাবে লাগোসের বিভিন্ন বিদ্যালয়ে হিজাব পরিধানকারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, তাদেরকে হয়রানি করা হচ্ছ এবং তাদের প্রতি বাজে আচরণ করা হচ্ছে তা একটি নোংরা কাজ ছাড়া আর কিছুই না।

হিজাব পরিধানকারীদের সাথে বৈষম্যমূলক আচরণ আদালত অবমাননার সামিল। আমাদের দাবী আপনি আপনার ক্ষমতার সঠিক ব্যাবহারের মাধ্যমে আদালতের দেয়া রায়ের প্রতিফলনের মাধ্যমে বিদ্যালয়গুলোর প্রতি জরুরি ভিত্তিতে বৈষম্যমূলক আচরণের অবসান ঘটানোর উদ্যোগ নিবেন।’

প্রসঙ্গত, লাগোস রাজ্যের ইসলো উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা জে. ও. সাহাদারে তার বিদ্যালয়ে হিজাব পরিধান করে আসার অজুহাতে পাঁচজন শিক্ষার্থীকে বহিষ্কার করেন।

MSSN এর বিবৃতিতে বলা হয়, বিদ্যালয়ে হিজাব পরিধান করা যে কারো মৌলিক অধিকার।

সূত্রঃ ওনোবেল্লো ডট কম।

captcha