IQNA

তুরস্কে পবিত্র কুরআনের অবমাননা

23:08 - October 09, 2018
সংবাদ: 2606945
আন্তর্জাতিক ডেস্ক: তুর্কি সংবাদ সূত্র জানিয়েছে, তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের অ্যাড্রিনা শহরের ঐতিহাসিক মসজিদে অজ্ঞাত ব্যক্তিরা হামলা চালিয়ে পবিত্র কুরআনের অবমাননা করেছে।



বার্তা সংস্থা ইকনা: মসজিদে হামলা এবং পবিত্র কুরআনের অবমাননার ঘটনাটি বুঝতে পেরে এক ব্যক্তি ফোন করে পুলিশকে অবগত করে।
১৫ শতাব্দীতে নির্মিত এই মসজিদটি গ্রিক সীমান্তের কাছাকাছি কারাকশের নিকটে অবস্থিত।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বুঝতে পারে যে, হামলাকারীরা মসজিদের দরজা ভেঙ্গে মসজিদের ভিতরে প্রবেশ করে ধর্মীয় গ্রন্থসমূহসহ পবিত্র কুরআনের অবমাননা করেছে। এছাড়াও তারা মসজিদের অডিও ডিভাইসের ক্ষতি করেছে।
অ্যাড্রিনা শহরের মুফতি আমরুল্লাহ আওজুম বলেন: এই মসজিদটি আবাসিক এলাকা থেকে দূরে অবস্থিত। আর এজন্য শুধুমাত্র শুক্রবার জুমার নামাজে মুসল্লিদের ভিড় হয়। শুক্রবার সন্ধ্যায় মসজিদের পেশ ইমাম মসজিদ থেকে বের হওয়ার পর অজ্ঞাত ব্যক্তিরা মসজিদে প্রবেশ করে এই জঘন্য কাজ করে।
তিনি বলেন: যে কোন ইবাদতের স্থানে এধরণের কাজকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। অথচ এই পবিত্র স্থানে মহান আল্লাহ জিকির করা হয়।
iqna

 

captcha