IQNA

বেলুচিস্তানের মসজিদে বোমা হামলা

18:45 - November 22, 2018
সংবাদ: 2607308
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চামান এলাকার তাজ রোডের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ফলে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: আজ বেলুচিস্তান প্রদেশের চামান এলাকার তাজ রোডের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ফলে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
এই বোমা বিস্ফোরণের ফলে মসজিদের পেশ ইমাম গুরুত্বর আহত হয়েছেন। বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে নিরাপত্তা কর্মীগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের হাসপাতালে স্থানান্তর করেছে।
অপরদিক থেকে নিরাপত্তা কর্মীগণ ঘটনাস্থল ঘিরে রেখে হামলাকারীদের গ্রেফতার করার জন্য পর্যবেক্ষণ করেছে।
পুলিশের প্রতিবেদন অনুযায়ী, এই হামলার জন্য সন্ত্রাসীরা রিমোট নিয়ন্ত্রিত বোমা ব্যবহার করেছে। দুর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।
চমন অঞ্চলটি পাকিস্তানের সংবেদনশীল সীমান্ত এলাকা। এই অঞ্চলটি আফগানিস্তানের কান্দাহার প্রদেশের সীমানায় অবস্থিত।
iqna

 

captcha