IQNA

খাশোগির হত্যাকারীদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছে তুর্কি আদালত

14:58 - December 01, 2018
সংবাদ: 2607410
আন্তর্জাতিক ডেস্ক: তুর্কি ফৌজদারি আদালত সৌদি সমালোচক সাংবাদিক জামাল খাশোগির হত্যার সাথে জড়িত ১৮ জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: তুরস্কের অ্যাটর্নি জেনারেলের আহ্বানে সেদেশর ফৌজদারি আদালত ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগির হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছে।
এই রায়ের মাধ্যমে মোট ১৮ জনকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৮ জনের মধ্যে ১৫ জন খাশোগির হত্যার সাথে সরাসরি জড়িত রয়েছে বলে জানা গেছে। এই ১৫ জনকে খাশোগির হত্যার টিম বলে অবিহিত করে তুরস্কের আদালত।
সাবা সংবাদপত্র কোন বিবরণ ছাড়া এই ১৫ জনের নাম ঘোষণা করেছে। তার হচ্ছে: মাশয়াল সাঈদ আল-বুস্তানী, সালাহ মোহাম্মদ আল-তাবিকি, নাঈফ হাসান আল-আরিফী, মোহাম্মদ সাঈদ আল-জাহরানী, মনসুর ওসমান আবা হুসাইন, খালেদ আবেদ আল-তাইবী, আব্দুল আজিজ মোহাম্মদ আল-হাসাবি, ওয়ালীদ আব্দুল্লাহ আল-শাহরি, তুর্কি মোশাররফ আল-শাহরি, ছাইর গালেব আল-হারাবী, মাহের আবদুল আজিজ মাতরাব, ফাহদ শাবিব আল-বেলভি, বদরলফি আল-আতিবী, মোহাম্মদ আল-মাদানী, সেফ সাঈদ আল-কাহতানি।
তুরস্কের বিচার মন্ত্রণালয় এর পূর্বে পররাষ্ট্র মন্ত্রণালয় মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ নিকটে জামাল খাশোগির হত্যাকাণ্ডের সাথে জড়িতদের তুর্কি কর্তৃপক্ষের নিকটে হস্তান্তর করার আহ্বান জানিয়েছিল। এরপর সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবাইর তুরস্কের এই প্রস্তাবের বিরোধিতা করে বলেছে, এসকল ব্যক্তিদের সৌদি আরবে বিচার করা হবে।
উল্লেখ্য, সৌদি সমালোচক সাংবাদিক ও লেখক জামাল খাশোগি ২য় অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত সৌদি কনস্যুলেটে ব্যক্তিগত কাজে প্রবেশ করেন। কিন্তু তার পর থেকে তাকে আর দেখা যায়নি।
কীভাবে জামাল খাশোগি মারা গিয়েছেন সেই তথ্য প্রকাশ করার ব্যাপারে তুরস্কের চাপের পর সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল বেশ কয়েক বার তাদের প্রতিবেদন ও দাবী পরিবর্তন করার পর অবশেষে ১৫ই নভেম্বর ঘোষণা করেছে, এই সমালোচক সাংবাদিককে সৌদি কনস্যুলেটের মধ্যে হত্যা করা হয়েছে।
iqna

 

captcha