IQNA

বদলে গেলেন কট্টরপন্থী নেতা হর্সট সেহোফার, বললেন ‘মুসলিমরাও জার্মানির অংশ’

1:30 - December 05, 2018
সংবাদ: 2607449
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির খ্রিস্টান সোশ্যাল ইউনিয়ন(CSU) নামে রাজনৈতিক দলের অন্যতম নেতা হর্সট সেহোফার ২৮ নভেম্বর বুধবার জার্মানির বার্লিন শহরে অনুষ্ঠিত চতুর্থ ‘German Islam Conference (DIK)’ এর এক আলোচনা সভায় বলেছেন, ‘মুসলিমরা জার্মানির অংশ।’

বদলে গেলেন কট্টরপন্থী নেতা হর্সট সেহোফার, বললেন ‘মুসলিমরাও জার্মানির অংশ’বার্তা সংস্থা ইকনা: মুসলিমদের সম্পর্কে তার সাম্প্রতিক এই বক্তব্যের ফলে অনেকে জার্মানির মুসলিমদের সম্পর্কে তার দেয়া অতীতের বিবৃতি সম্পর্কে মনে করিয়ে দিচ্ছেন। তিনি এর পূর্বে চলতি বছরের মার্চ মাসে এক বিবৃতিতে বলেছিলেন যে, মুসলিমরা কোনো দিনই জার্মানির অংশ ছিল না।

হর্সট সেহোফার বলেন, ‘এ দেশের সকল নাগরিকের মত মুসলিমদেরও সমান অধিকার রয়েছে এবং সমান দায়িত্ব রয়েছে। এ সম্পর্কে কোনো যৌক্তিক সন্দেহ নেই।’

কট্টর খ্রিস্টানপন্থী খ্রিস্টান সোশ্যাল ইউনিয়ন (CSU) দলের এই নেতা চলতি বছরের মার্চ মাসে বলেছিলেন, ‘ইসলাম জার্মানির অংশ নয় এবং জার্মানি শুধুমাত্র খ্রিস্টানদের একটি দেশ।’

তথাপি মার্চ মাসে বার্তা সংস্থা ডেইলি ব্লিডকে দেয়া এক সাক্ষাতকারে হর্সট সেহোফার বলেন, ‘যেসকল মুসলিম এ দেশে প্রাকৃতিকভাবেই বসবাস করেন তারা জার্মানির অংশ। তবে এর মানে এই নয় যে, একটি ভুল বিবেচনার জন্য আমরা আমাদের দেশের ঐতিহ্য সমূহকে ত্যাগ করবো।’

প্রসঙ্গত, ২০০৬ সালে জার্মানির অভ্যন্তরীণ মন্ত্রী ওলফাগাং স্চেসাউবেল জার্মানির মুসলিম সমাজ এবং সরকারি কর্মকর্তাদের এক কাতারে নিয়ে আসার অংশ হিসেবে ‘‘German Islam Conference (DIK)’ নামে আলোচনা সভা শুরু করেন।

‘German Islam Conference (DIK)’ এর উদ্দেশ্য হচ্ছে জার্মানির মুসলিমদের ধর্মীয় এবং সামাজিক ক্ষেত্রে সংযুক্ত করা এবং সরকারি কর্মকর্তাদের সাথে বিভিন্ন ইসলামি সংস্থা সমূহের যোগসূত্র স্থাপন করা।

সাম্প্রতিক বছরসমূহে ‘German Islam Conference (DIK)’ এর আলোচনা সভাগুলো ধর্মীয় শিক্ষা এবং ইসলামিক সেবা সমূহকে মূল প্রতিপাদ্য ধরে নিয়ে অনুষ্ঠিত হতে দেখা যাচ্ছে।

চলতি বছরের আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল, জার্মানির মসজিদ সমূহ এবং মুসলিম সমাজের মধ্যে বিদেশি প্রভাব নিয়ে আলোচনা। একই সাথে ইসলামী জ্ঞান বিস্তারে জার্মানির বিশ্ববিদ্যালয় সমূহের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। ‘German Islam Conference (DIK)’ এর আলোচনা গত মাসের ২৯ তারিখ পর্যন্ত চলে।  ডিডব্লিউ ডট কম।

captcha