IQNA

সামাজিক মিডিয়ায় কুরআন প্রশিক্ষণ কোর্সকে ব্যাপক ভাবে স্বাগত জানালো ইরাকের নারীগণ

22:28 - February 03, 2019
সংবাদ: 2607863
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের পক্ষ থেকে সামাজিক নেটওয়ার্ক টেলিগ্রামে তাফসির এবং হিফজুল কুরআন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। ইরাকের নারীগণ উক্ত প্রশিক্ষণ কোর্সকে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এই পরিকল্পনাটি ইমাম হুসাইন (আ.)এর মাযারের আওতাধীন কুরআন শিক্ষা ইউনিট মহিলা ধর্মীয় প্রচার বিভাগ কর্তৃক পরিচালিত হচ্ছে। এই পরিকল্পনার প্রথম দিনেই ২০০ অধিক নারী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছে।

সামাজিক নেটওয়ার্ক টেলিগ্রামে এই প্রশিক্ষণ কোর্সটি قلائد قرآنیة (কুরআনিক নেকলেস) শিরোনামে চালু করা হয়েছে। উক্ত প্রশিক্ষণ কোর্সে তাফসির এবং কুরআন হেফজ করানো হচ্ছে।

কুরআনিকর নারী শিরোনামে প্রবন্ধ লেখার পরিকল্পনাটি এই প্রকল্পের আরেকটি অংশ। প্রকল্পের শেষ পর্যবেক্ষণের মাধ্যমে শীর্ষ স্থানে উত্তীর্ণদের প্রবন্ধ সমূহ  নারী বিষয়ক শীর্ষক ম্যাগাজিনে প্রকাশিত হবে।

ইমাম হুসাইন (আ.)এর মাযারের আওতাধীন কুরআন শিক্ষা ইউনিট মহিলা ধর্মীয় প্রচার বিভাগ ঘোষণা করেছে: এই শাখার কুরআন প্রশিক্ষণ ইউনিট বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কুরআনিক সংস্কৃতিকে নারীদের মাধ্যমে সম্প্রসারণ ঘটানোর চেষ্টা করছে। iqna

সামাজিক মিডিয়ায় কুরআন প্রশিক্ষণ কোর্সকে ব্যাপক ভাবে স্বাগত জানালো ইরাকের নারীগণসামাজিক মিডিয়ায় কুরআন প্রশিক্ষণ কোর্সকে ব্যাপক ভাবে স্বাগত জানালো ইরাকের নারীগণসামাজিক মিডিয়ায় কুরআন প্রশিক্ষণ কোর্সকে ব্যাপক ভাবে স্বাগত জানালো ইরাকের নারীগণ

 

captcha