IQNA

“শেইখ আল-হুসারি” শিরোনামে মিশরের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

22:04 - March 07, 2019
সংবাদ: 2608079
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের ২৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান সেদেশের প্রসিদ্ধা ক্বারি শেইখ খালিল হুসারি'র নামে নামকরণ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মিশরের এন্ডোভমেন্টস মন্ত্রী মুহাম্মদ মুখতার জুময়া ঘোষণা করেছেন: ২৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শেইখ মাহমুদ খালিল হুসারি শিরোনামে অনুষ্ঠিত হবে।

উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ২৩শে মার্চে শুরু হবে এবং একাধারে ২৯শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে। মিশের জিযা প্রদেশর “অক্টোবর 6” শহরের রাবওয়াহের মুবাল্লিগ ও ইমামগণের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, শেইখ মাহমুদ খালিল হুসারি মিশরে ১৯১৭ সালের ১৭ই সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেন। মিশরের এই প্রসিদ্ধ ক্বারির তিলাওয়াত বর্তমানে অনেক ক্বারি অনুসরণ করেন। iqna

 

 

captcha