IQNA

জর্ডানে ৫৬০০ হাফেজের প্রশিক্ষণ

19:33 - April 26, 2019
সংবাদ: 2608419
আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের কুরআন বিষয়ক আঞ্জুমান “সিয়ানাত”-এর পরিচালক হুসাইন আসাফ বলেছেন: এই আঞ্জুমান থেকে বিভিন্ন বয়সের ৬৫০০ জন হাফেজকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সিয়ানাত আঞ্জুমানের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হুসাইন আসাফ এক সংবাদ কনফারেন্সে বলেন: এই আঞ্জুমান থেকে এ পর্যন্ত সমাজের বিভিন্ন স্তরের এবং বিভিন্ন বয়সের ৬৫০০ জন নারী ও পুরুষ হাফেজকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

তিনি বলেন: এই আঞ্জুমানটি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানের এই আঞ্জুমানের আওতাধীন ১১৫০টি কুরআনিক কেন্দ্র রয়েছে। এ পর্যন্ত বেশ কয়েকটি কুরআনিক সমাবেশ, বৈঠক ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, জর্ডানের কুরআন বিষয়ক আঞ্জুমান “সিয়ানাত”টি বিশ্ব কুরআন ও সুন্নত আঞ্জুমান, জর্ডানের প্রকাশক ইউনিয়ন এবং আরব পাবলিশার্স ইউনিয়নের সদস্য। এপর্যন্ত পবিত্র কুরআনের আলোকে ১৪৫টি গ্রন্থ প্রিন্ট ও প্রকাশ করা হয়েছে। এই আঞ্জুমানটি প্রতিবন্ধীদের কুরআন প্রশিক্ষণ দেয়ার জন্য বিশেষ পদ্ধতি ব্যবহার করে থাকে। উদাহারস্বরুপ বলা যেতে পারবে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বর্ণমালায় “আল-মুনিরু ফি ইলমি আল-তাজবিদ” এবং “মায়ানি কালিমাত আল-কুরআন গ্রন্থ প্রকাশ করেছে। এছাড়াও বধিরদের জন্য কুরআনের তাফসির গ্রন্থ প্রকাশ করেছে।  iqna

 

 

 

captcha