IQNA

আন্তর্জাতিক কমিটির মাধ্যমে হজ্ব পরিচালনার দাবি প্রত্যাখ্যান করল সৌদি

20:11 - July 30, 2019
সংবাদ: 2608988
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক কমিটি গঠনের মাধ্যমে হজ্ব পরিচালনার প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করেছে সৌদি সরকার।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সৌদি রাজার উপদেষ্টা ও মক্কা অঞ্চলের প্রধান খালেদ আল ফয়সাল বলেছেন, আন্তর্জাতিক কমিটির সাহায্যে হজ্ব পরিচালনার প্রস্তাব অগ্রহণযোগ্য, তা মানা হবে না। হজ্বকে রাজনৈতিক রূপ দেওয়ার অনুমতি দেবে না সৌদি সরকার।

সৌদি আরব সুষ্ঠুভাবে হজ্ব পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে অভিযোগ করে বিশ্বের বিভিন্ন দেশ ও বহু আলেম হজ্ব পরিচালনার জন্য আন্তর্জাতিক কমিটি গঠনের দাবি জানিয়ে আসছে।

কাতারের হাজীদের প্রবেশ ও হজ্ব পালনে সমস্যা সৃষ্টির পাশাপাশি ইরান, ইয়েমেন ও লিবিয়ার নাগরিকদের নানা জটিলতা তৈরি করে রেখেছে সৌদি সরকার। যখন ইচ্ছা তখন বিভিন্ন দেশের নাগরিকদের হজ্ব পালনের ওপর নিষেধাজ্ঞাও দিচ্ছে তারা।

এ কারণে গত কয়েক বছরে সৌদি সরকারের হজ্ব পরিচালনা নিয়ে প্রশ্ন উঠেছে এবং আন্তর্জাতিক কমিটির মাধ্যমে হজ্ব পালনের দাবি জোরালো হয়েছে।   iqna

captcha