IQNA

মৌরিতানিয়ার প্রেসিডেন্ট হলেন এক হাফেজ

22:32 - August 04, 2019
সংবাদ: 2609024
আন্তর্জাতিক ডেস্ক: মৌরিতানিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট “মুহাম্মাদ ওলিদ আল গাজভানি” শৈশবকাল থেকেই কুরআনের হাফেজ এবং সূফী শিক্ষায় শিক্ষিত।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আফ্রিকান দেশ মৌরিতানিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট “মুহাম্মাদ ওলিদ আল গাজভানি” পঞ্চম শ্রেণীতে থাকা অবস্থায় সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন।
তিনি ১৯৫৬ সালে মৌরিতানিয়ার পূর্বাঞ্চলীয় "বুমেড" শহরে জন্মগ্রহণ করেছেন। তিনি সূফী মাজহাবে বিশ্বাসী এক পরিবারে বেড়ে ওঠেন।
মুহাম্মাদ ওলিদ আল গাজভানি সূফী মাহাবের জ্ঞান অর্জনের পাশাপাশি সামরিক প্রশিক্ষণও গ্রহণ করেন। স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি মৌরিতানিয়ার সামরিক বাহিনীতে যোগ দেন।
২০১৯ সালের ২২শে জুলাই মৌরিতানিয়ার প্রেসিডেন্ট নির্বাচন হয়। এই নির্বাচনে মুহাম্মাদ ওলিদ আল গাজভানি বিজয়ী হন। প্রেসিডেন্ট হওয়ার পূর্বে তিনি প্রতিরক্ষা সচিব, সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের চেয়ারম্যান এবং জাতীয় সুরক্ষার মহাপরিচালকের পদে দায়িত্ব পালন করেছেন।  iqna

 

captcha