IQNA

‘ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন করার ব্যাপারে আমেরিকা সম্পূর্ণ হতাশ’

22:35 - August 07, 2019
সংবাদ: 2609041
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশের শাসনব্যবস্থা পরিবর্তন করার ব্যাপারে আমেরিকা ‘সম্পূর্ণ হতাশ’ হয়ে পড়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তিনি আজ (বুধবার) তেহরানে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় বলেন, সকল দলিল-প্রমাণ একথার সত্যতা নিশ্চিত করছে যে, ইরানের ওপর ‘অত্যন্ত কঠোর ও বিস্তৃত’ নিষেধাজ্ঞা আরোপের পেছনে আমেরিকার প্রধান ছিল ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন করা। কিন্তু ওয়াশিংটন এখন একথা উপলব্ধি করেছে যে, সে লক্ষ্য অর্জন করা সম্ভব নয়।

প্রেসিডেন্ট রুহানি বলেন, মার্কিন কর্মকর্তাদের গতিবিধি সম্পর্কে আমাদের কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেসব বার্তা আসে তা থেকে এটা স্পষ্ট হয়ে গেছে যে, আমেরিকা এখন আর ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের বিন্দুমাত্র আশাও করে না।

ইরানে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব হওয়ার মাধ্যমে এদেশ থেকে আমেরিকা পাততাড়ি গুটাতে বাধ্য হয়। তারপর থেকে গত ৪০ বছর ধরে বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন ঘটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে ওয়াশিংটন।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ ও তার ভাষায় ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ শুরু করেন। ট্রাম্পের যুদ্ধবাজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বহুবার বলপ্রয়োগ করে ইরানের সরকার পরিবর্তনের পক্ষে কথা বলেছেন; যদিও ট্রাম্প নিজে প্রকাশ্যে কখনো এ ধরনের বক্তব্য রাখেননি। পার্সটুডে    iqna

captcha