IQNA

মসজিদে যাত্রাপথে মুসলিম কর্মীকে হত্যা

16:57 - October 28, 2019
সংবাদ: 2609524
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কেরালা রাজ্যে ভারতীয় ইউনিয়নের এক কর্মী মসজিদে যাওয়ার পথে খুন হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই হত্যাকাণ্ডের ঘটনা কেরালা রাজ্যের ট্যানর শহরে ঘটেছে। ৩৮ বছরের ইসহাক নামের এই ব্যক্তি মসজিদে যাওয়ার পথে সশস্ত্র সন্ত্রাসীদের হামলার শিকার হন।

টাইমস অফ ইন্ডিয়া এব্যাপারে লিখেছে, ঘটনার কিছুক্ষণের মধ্যে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে কিন্তু মারাত্মক জখম কারণে মারা যান।

ইন্ডিয়ান মুসলিম লীগের নেতারা (IUML) বলেছে, এই হত্যাকাণ্ডে ভারতের কমিউনিস্ট পার্টির কর্মীরা জড়িত রয়েছে। এই ঘটনার পর ট্যানর শহরের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ভারতে এধরণের হামলা এটাই প্রথম নয়। দীর্ঘ দিন যাবত সংখ্যালঘু গোষ্ঠীদের উপর এধরণের হামলা চালানো হচ্ছে। সম্প্রতি এধরণের হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

এ মাসের শুরুতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে যে এ বছরের প্রথমার্ধে ভারতে ধর্মীয় বিদ্বেষের ঘটনা ১৮১ বার ঘটেছে। ক্ষতিগ্রস্তদের দুই-তৃতীয়াংশই ছিলো দলিত সংখ্যালঘু এবং সংখ্যালঘু মুসলিমদের মধ্যে প্রায় ৪০ জন রয়েছে।   iqna

captcha