IQNA

শীঘ্রই উদ্বোধন হবে জিবুতির বৃহত্তম মসজিদ

18:26 - November 26, 2019
সংবাদ: 2609706
আন্তর্জাতিক ডেস্ক: জিবুতির রাজধানীতে শীঘ্রই সেদেশের সর্ববৃহৎ মসজিদ উদ্বোধন হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তুরস্কের ধর্মীয় বিষয়াদি সংস্থার পক্ষ থেকে জিবুতির রাজধানীতে “দ্বিতীয় আব্দুল হামিদ” মসজিদ নির্মাণ করা হয়েছে। নবনির্মিত এই মসজিদটি সেদেশের সর্ববৃহৎ মসজিদ এবং এই মসজিদে একসাথে ৬ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
মসজিদটির স্থাপত্যটি অটোমানের শৈলীতে নির্মিত করা হয়েছে। মসজিদটি নাম “দ্বিতীয় সুলতান আব্দুল হামিদ”-এর (মৃত: ১৯১৮ সাল) নামে নামকরণ করা হয়েছে। তিনি অটোমানের ৩৪তম রাজা ছিলেন।
২০১৫ সালে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জিবুতিতে সফর করেন। এই মসজিদটি নির্মাণের সিদ্ধান্ত এই সফরের পর গ্রহণ করা হয়।
খুব শীঘ্রই দেশটির রাজধানী জিবুতিতে তুরস্কের ধর্ম বিষয়ক সংস্থার প্রধানের পক্ষ থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মসজিদটির উদ্বোধন করা হবে।
মসজিদটির আয়তন ১৩ হাজার বর্গমিটার এবং ৪৬ মিটার উঁচু বিশিষ্ট দুইটি মিনার ও ২৭ মিটার উঁচু বিশিষ্ট একটি গম্বুজ রয়েছে। মসজিদের দেওয়াল অটোমান স্টাইলে ক্যালিগ্রাফি করা হয়েছে।
জিবুতি উত্তর-পূর্ব আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এটি সামরিক কৌশলগত একটি অবস্থানে বাব এল মান্দেব প্রণালীর তীরে, লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত। দেশটির রাজধানী ও বৃহত্তম শহরের নামও জিবুতি। ছোট্ট এই দেশে ৯ লাখ নাগরিক রয়েছে। এই দেশের ৯৪ শতাংশ জনগণ মুসলমান।  iqna

 

captcha