IQNA

আমিরাতের জাতীয় কুরআন প্রতিযোগিতায় ২১৩৭ জন প্রতিনিধির অংশগ্রহণ

23:15 - December 18, 2019
সংবাদ: 2609857
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে “আজমান”অ্যাওয়ার্ড শিরোনামে ১৩তম জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় আমিরাতের ২১৩৭ জন নারী ও পুরুষ প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।

ajmannews ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরের কুরআন সার্ভিস সেন্টার "হামিদ বিন রশিদ আল-নায়িমি" ঘোষণা করেছে: এই প্রতিযোগিতার প্রাথমিক পর্বের অনুষ্ঠান ১৪ই ডিসেম্বর শুরু হয়েছে এবং টান ২০২০ সালের ৯ম জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।
“আজমান”অ্যাওয়ার্ড শিরোনামে ১৩তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য পুরুষ বিভাগে ৯০১ জন এবং নারী বিভাগে ১২৩৬ জন প্রতিযোগী নিজেদের নাম নিবন্ধন করেছেন। এসকল প্রতিযোগী আল রশিদিয়া এলাকার “শেখ রশিদ বিন হামিদ আল নায়িমি” মসজিদে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবেন।
“আজমান”অ্যাওয়ার্ড জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানটি বিগত বছরগুলোর তুলনায় এবছরে অধিক জনপ্রিয়তা অর্জন করেছে। বিভিন্ন বয়সের প্রতিযোগীদের জন মোট ১০টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।  iqna

 

captcha