IQNA

জেরুজালেমে এখনও বসতবাড়ি ধ্বংস অব্যাহত রয়েছে

20:54 - December 19, 2019
সংবাদ: 2609865
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলি সেনারা মিথ্যা অজুহাত দেখিয়ে জেরুজালেমে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করছে।

আনাতোলিয়া নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: দখলকৃত জেরুজালেমের নিবাসী হাতেম খলিল বলেন: ইসরাইলি সৈন্যরা জেরুজালেমের আল-আয়সুইয়া শহরে আক্রমণ করে অননুমোদিত নির্মাণের অজুহাতে আমাদের বাড়িঘর ধ্বংস করেছে।
তিনি বলেন: বিগত কয়েক মাস যাবত আমরা এই বাড়ির জন্য বিল্ডিং পারমিট নেওয়ার চেষ্টা করছি। কিন্তু ইহুদিবাদী শাসক এর পারমিট দেয়নি।
ফিলিস্তিনি মুক্তি সংস্থার আওতাধীন আবদুল্লাহ আল-হুরানী স্টাডি সেন্টার ঘোষণা করেছে: জায়নবাদী সরকার গত বছর জেরুজালেমের পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ৫৩৮টি বাড়ি ধ্বংস করেছে। এরফলে ফিলিস্তিনের ১৩০০ নাগরিক বাস্তুচ্যুত হয়েছে। এসকল ফিলিস্তিনিদের মধ্যে ২২৫ জন শিশু রয়েছে। জেরুজালেমে মোট বাড়ির মধ্যে শুধুমাত্র গতবছর ৪৫ শতাংশ বাড়ি ধ্বংস করেছে ইহুদিবাদী ইসরাইল।
ফিলিস্তিনের প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থাগুলির মতে, ১৯৬৭ সাল থেকে জেরুজালেমে ফিলিস্তিনিদের সংখ্যা কমানোর জন্য ইসরাইলী শাসক এই শহরে ফিলিস্তিনিদের আবাসন তৈরি করার অনুমতি দেয়নি। তবে অনেক ইহুদিরাই বসতি স্থাপন করার জন্য অনুমতি পেয়েছে।  iqna

 

 

captcha