IQNA

হিজাব-টুপি পরে চার্চে, নাগরিক আইনের প্রতিবাদ খ্রিস্টানদের

0:05 - December 29, 2019
সংবাদ: 2609928
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ জানাচ্ছেন সে দেশের সর্বস্তরের মানুষ। সেই প্রতিবাদের আঙ্গিকে নতুন এক ধরন দেখাল কেরালার কোঝেনচেরি শহরের একদল তরুণ-তরুণী। সেই ঘটনার ভিডিও পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। তা দেখে ওই তরুণ-তরুণীদের প্রশংসা করছেন নেটিজেনরা।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সেই ভিডিওতে দেখা যায়, ওই তরুণ-তরুণীদের পরনে চিরাচরিত মুসলিম পোশাক। যুবকরা পরে আছেন পাঞ্জাবি। তাদের মাথায় ফেজ টুপি। অন্যদিকে, তরুণীরা পরেছেন হিজাব। তা পরেই গির্জায় গিয়ে তারা অংশ নিয়েছিলেন বড়দিনের প্রার্থনায়। ক্রিসমাস ক্যারলও গাইছিল ওই দল।

ভারতে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর থেকেই সেে দেশর মুসলিমদের প্রতি ভ্রাতৃত্ব দেখাতে ও সিএএ-এনআরসির প্রতিবাদ করতেই এ রকম করা হয়েছে বলে জানা গেছে। কেরালার কোঝেচেরি শহরের মার্থোমা চার্চে এটি হয়েছে।

সেই ভিডিও টুইটে শেয়ার করে কংগ্রেস সাংসদ শশী লিখেছেন, পোশাক দেখে বলতে পারবেন ওরা কারা!
সূত্র: kalerkantho

captcha