IQNA

তুরস্কের বিরুদ্ধে কোনও প্রতিকূল পদক্ষেপ গ্রহণ করা হয়নি; বাশার আল-আসাদ

0:36 - March 05, 2020
সংবাদ: 2610353
তেহরান (ইকনা)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছিলেন, তুরস্কের বিরুদ্ধে দামেস্ক কোনও বৈরী ও প্রতিকূল পদক্ষেপ গ্রহণ করেনি। এই দুই দেশের মধ্যে বিরোধ থাকাটা অযৌক্তিক।

সিরিয়ার প্রেসিডেন্ট “রাশিয়া ২৪” সংবাদ সংস্থার সাথে এক সাক্ষাৎকারে ঘোষণা করেছেন: সিরিয়া তুরস্কের বিরুদ্ধে কোনও প্রতিকূল পদক্ষেপ গ্রহণ করেনি।
বাশার আল-আসাদ বলেন: তুরস্কে সিরিয়ার বেশ কিছু শরণার্থী পরিবার রয়েছে। আর এই বিষয়টি উভয় পক্ষের গুরুত্বপূর্ণ স্বার্থ নিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন: সিরিয়া ও তুর্কিদের মধ্যে একটি পারিবারিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সংযোগ রয়েছে। সুতরাং তুরস্ক ও সিরিয়ার মধ্যে পার্থক্যের বিষয়টি সম্পূর্ণরূপে অযৌক্তিক।  iqna

 

 

 

captcha