IQNA

পুরো সরকার করোনাভাইরাস-বিরোধী লড়াইয়ে নিয়োজিত: প্রেসিডেন্ট রুহানি

20:34 - March 11, 2020
সংবাদ: 2610395
তেহরান (ইকনা)- ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নিযুক্ত রয়েছে তার নেতৃত্বাধীন পুরো সরকার। তিনি বলেন, রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তারা জনজীবনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমিয়ে আনার যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন।

আজ (বুধবার) ইরানের মন্ত্রিসভার বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি জানান, মন্ত্রিসভার প্রতিটি সদস্য এবং অর্থনীতি, বিজ্ঞান, গবেষণা এবং প্রতিরক্ষাসহ সরকারি প্রতিষ্ঠানগুলো করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। পার্সটুডে

তিনি আরো জানান, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় সব রকম সহযোগিতা দিচ্ছে। এছাড়া, করোনাভাইরাসের সংকট মোকাবেলার জন্য দেশজুড়ে ক্রাইসিস কমিটি গঠন করা হয়েছে।

প্রেসিডেন্ট রুহানি বলেন, এই কমিটিতে তার পুরো সরকার ভূমিকা পালন করছে এবং প্রশাসনের এমন কোনো ব্যক্তি নেই যিনি করোনাভাইরাস-বিরোধী লড়াইয়ে যুক্ত নন। হাসান রুহানি জানান, তার সরকার জনজীবন স্বাভাবিক রাখার চেষ্টা করছে এবং এজন্য দেশের বিদ্যুৎ, পানি, পেট্রোল এবং অর্থনৈতিক ইস্যুগুলো নিয়ে আন্তরিকভাবে কাজ করছে।

এর পাশাপাশি ইরানের সেনাবাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনীসহ পুরো সশস্ত্র বাহিনী করোনাভাইরাস মোকাবেলায় কাজ করছে। সশস্ত্র বাহিনী করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে জরুরিভিত্তিতে অস্থায়ী হাসপাতাল নির্মাণের প্রস্তুতির কথাও জানিয়েছে। iqna

 

captcha