IQNA

হাসান রুহানি;

অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের ন্যায্য অধিকার

18:39 - May 06, 2020
সংবাদ: 2610731
তেহরান (ইকনা)- ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহার লঙ্ঘন মেনে নেয়া হবে না। তিনি আজ (বুধবার) তেহরানে মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন।

রুহানি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ওই ইশতেহার অনুযায়ী ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, এটা ইরানের ন্যায্য অধিকার। কারণ পরমাণু সমঝোতায় স্পষ্টভাবে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ইরান-বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের মার্কিন পায়তারার প্রতি ইঙ্গিত করে রুহানি বলেন, যেকোনো অজুহাতে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করা হলে তা খারাপ পরিণতি বয়ে আনবে। আর এই পরিণতির কথা ৪+১ গ্রুপ ভালো করে জানে।

প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরান কোনো অস্ত্র বানালে বা কিনলে তা যুদ্ধের সূচনা করতে নয় বরং যুদ্ধ থামাতে ব্যবহার হয়। ধ্বংস নয় বরং বিভিন্ন জাতিকে রক্ষার জন্য ইরান অস্ত্র তৈরি করে বলে তিনি জানান।

ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার বর্ষপূর্তির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ২০১৮ সালের ৮ মে মার্কিন যুক্তরাষ্ট্র দেশের ভেতরের উগ্রপন্থীগোষ্ঠী, ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবের চাপের মুখে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে বড় ভুল করেছে। সম্প্রতি তারা তাদের বড় ভুলের বিষয়টি বুঝতে পেরেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে তারা এখন আর পরমাণু সমঝোতায় নেই।

প্রেসিডেন্ট রুহানি আরও বলেন, এই সমঝোতায় আবারও যুক্ত হতে হলে অতীত ভুল স্বীকার করে, ক্ষতিপূরণ দিয়ে ও সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আবেদন জানাতে হবে। সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলো সেই আবেদন গ্রহণ করলেই কেবল সেটা সম্ভব হবে। iqna

captcha