IQNA

আফগানিস্তানে বন্দুকধারীদের পৃথক দুই হামলায় নিহত ৩৯ এবং আহত ৮৪

4:55 - May 13, 2020
সংবাদ: 2610769
তেহরান (ইকনা)- আফগানিস্তানের রাজধানী কাবুলে জেনেভাভিত্তিক ডক্টরস উইদাউট বর্ডারস পরিচালিত একটি হাসপাতালে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে।

কাবুলের পশ্চিমে দাশতে বারচি এলাকায় অবস্থিত ওই হাসপাতালে আজ (মঙ্গলবার) সকালে অজ্ঞাত গেরিলারা মেশিনগান এবং গ্রেনেড নিয়ে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা গোলাগুলি ও গ্রেনেডের বিস্ফোরণের কথা জানিয়েছেন।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল বলেছে, সেখানে আত্মঘাতী বোমা হামলা হয়েছে এবং ডাক্তার ও নার্সরা অনেকেই ভবন থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র হামলার কথা নিশ্চিত করে বলেছেন, হামলার সময় স্বাস্থ্য উপমন্ত্রী হাসপাতালটি পরিদর্শন করে থাকতে পারেন।

কোন ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করে নি। আফগান তালেবান হামলার কথা অস্বীকার করেছে। জেনেভা ভিত্তিক ডাক্তারদের সংগঠনটি হামলা সম্পর্কে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে নি।

কাবুলের পশ্চিম অংশে অবস্থিত হাসপাতালে উগ্র জঙ্গিদের হামলায় নারী ও নবজাতকসহ ১৫ বেসামরিক ব্যক্তি নিহত এবং অপর ১৬ জন আহত হয়েছে। এ ছাড়া, নানগারহার প্রদেশে একটি দাফন অনুষ্ঠানে আরেক শক্তিশালী বোমা হামলায় ২৪ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছে। iqna

 

captcha