IQNA

বাগদাদ বিমানবন্দরে উদ্বোধন করা হলো জেনারেল সোলাইমানি মেমোরিয়াল

19:18 - June 20, 2020
সংবাদ: 2610991
তেহরান (ইকনা): ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে শহীদ কাসেম সোলাইমানি ও আবু মাহদী আল মুহান্দেসের স্মরণে মেমোরিয়াল উদ্বোধন করা হয়েছে। গতকাল (শুক্রবার) বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এই স্মৃতিচিহ্ন উদ্বোধন করা হয়।

এখন থেকে বাগদাদ বিমানবন্দরে ঢুকতে গেলেই চোখে পড়বে বিশাল এক দেওয়াল যেখানে দক্ষ শিল্পীর হাতে অঙ্কিত হয়েছে ইরানের কুদস ফোর্সের প্রধান শহীদ জেনারেল কাসেম সুলাইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের উপ-প্রধান শহীদ আবু মাহদি আল মুহান্দেসের ছবি। পার্সটুডে

উদ্বোধনী অনুষ্ঠানে ফুল দিয়ে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। তাদেরকে যেখানে শহীদ করা হয়েছে সেখানেও ফুল দিয়েছেন ইরাকিরা। স্মৃতিচিহ্নটির নাম দেয়া হয়েছে ‘জামালুন নাসর’ বা বিজয়ের সৌন্দর্য।

গত ৩ জানুয়ারি (শুক্রবার) ইরাকের বাগদাদ বিমানবন্দরের বাইরে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর হামলায় শহীদ হন ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের উপ-প্রধান আবু মাহদি আল-মুহান্দেসসহ ১০ সামরিক কর্মকর্তা। এর দুদিন পরই ইরাকের সংসদে মার্কিন সেনাদের বহিষ্কারের প্রস্তাব পাস হয়। iqna

 

captcha