IQNA

হামবুর্গের ইসলামিক সেন্টার হতে প্রকাশিত;

জিলহজ মাসের প্রথম দশ দিনের বিশেষ নামাজ

4:20 - July 22, 2020
সংবাদ: 2611184
তেহরান (ইকনা): হামবুর্গের ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টার জিলহজ মাসের প্রথম দশ দিনের বিশেষ নামাজ পড়ার নিয়ম সামাজিক মিডিয়ায় প্রকাশ করেছে।

হামবুর্গের ইমাম আলী (আ.) নামক ইসলামিক সেন্টার গতকাল ঘোষণা করেছে: আজ জিলহজ মাসের প্রথম রজনী। এই মাসের প্রথম দশ দিন অনেক ফজিলতপূর্ণ এবং বিশেষ কিছু আমল আছে যেগুলোর সওয়াব অনেক বেশী।

প্রথম দশ দিনের একটি ফজিলতপূর্ণ আমল হচ্ছে মাগরিব ও এশার নামাজের মাঝখানে দু’রাকাত নামাজ আদায় করা। এই নামাজ “নামাজে ওয়া ওয়া’দনা” নামে প্রসিদ্ধ।

ইমাম বাকির (আ.) হতে বর্ণিত হয়েছে: যে ব্যক্তি এই নামাজ আদায় করবে, আল্লাহ তায়ালা তাকে হজের সমপরিমাণ সওয়াব দান করবে।

এই নামাজ মাগরিবের পরে এবং এশার পূর্বে আদায় করতে হয়। প্রতি রাকাতে সূরা হামদ ও ইখলাস পড়ার পর সূরা আ’রাফের ১৪২ নম্বর আয়াত পড়তে হবে।

«وَ واعَدْنا مُوسى ثَلاثينَ لَيْلَةً وَ أَتْمَمْناها بِعَشْرٍ فَتَمَّ ميقاتُ رَبِّهِ أَرْبَعينَ لَيْلَةً وَ قالَ مُوسى لِأَخيهِ هارُونَ اخْلُفْني في قَوْمي وَ أَصْلِحْ وَ لا تَتَّبِعْ سَبيلَ الْمُفْسِدين»

এবং আমরা মূসাকে ত্রিশ রাতের প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং ঐগুলোকে আমরা (আরও) দশ রাত দ্বারা পূর্ণ করেছিলাম; এভাবে তার প্রতিপালকের প্রতিশ্রুতকাল চল্লিশ রাতে পূর্ণ হল। এবং মূসা তার সহোদর হারুনকে বলল, ‘তুমি আমার সম্প্রদায়ের মধ্যে আমার প্রতিনিধিত্ব কর এবং তাদের সংস্কার করতে থাক, আর বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ কর না। iqna

captcha