IQNA

আট মাস পর বোম্বের ইবাদতের স্থানসমূহ খুলে দেওয়া হল + ছবি

20:06 - November 18, 2020
সংবাদ: 2611829
তেহরান (ইকনা): টানা আট মাস বন্ধ থাকার পর বোম্বের মসজিদ, মাযার, মন্দির এবং গির্জাসমূহ খুলে দেওয়া হয়েছে। তবে এসকল স্থানে স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ মানার নির্দেশ দেওয়া হয়েছে।

করোনার প্রাদুর্ভাবের কারণে টানা আট মাস বন্ধ থাকার পরে গতকাল ১৮ই নভেম্বর বোম্বের সকল ইবাদতের স্থানসমূহ আবার খোলা হয়েছে।

শহরের সকল মসজিদ, মাযার, মন্দির, গির্জা এবং গুরুদ্বার (শিখদের মন্দির) পুনরায় চালু হওয়ার ফলে বিভিন্ন ধর্মের অনুসারীগণ নিজ নিজ ইবাদতের স্থানে উপস্থিত হয়েছেন।

করোনার ভাইরাস বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসকল স্থানে স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ পালন এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও লোকজনের সমাগম হ্রাসের নির্দেশ দিয়েছেন। এছাড়াও মসজিদ ও মন্দিরসমূহে সকল প্রকার মানত ও নজর প্রদান করা নিষেধ এবং অতীতের তুলনায় কাজের সময় হ্রাস করার কথা বলেছেন।

শহরের কর্মকর্তারা আশা করেন যে, ইবাদতের স্থানসমূহ পুনরায় চালু হওয়ার সাথে সাথে এই জায়গাগুলির সাথে সম্পর্কিত কাজসমূহ অতীতের মতো আবারও সমৃদ্ধ হবে। iqna

 

بازگشایی مساجد و عبادت‌گاه‌های بمبئی هند پس از هشت ماه تعطیلی + عکس
 
بازگشایی مساجد و عبادت‌گاه‌های بمبئی هند پس از هشت ماه تعطیلی + عکس
 
بازگشایی مساجد و عبادت‌گاه‌های بمبئی هند پس از هشت ماه تعطیلی + عکس
 
بازگشایی مساجد و عبادت‌گاه‌های بمبئی هند پس از هشت ماه تعطیلی + عکس
 
بازگشایی مساجد و عبادت‌گاه‌های بمبئی هند پس از هشت ماه تعطیلی + عکس
 
بازگشایی مساجد و عبادت‌گاه‌های بمبئی هند پس از هشت ماه تعطیلی + عکس
 
بازگشایی مساجد و عبادت‌گاه‌های بمبئی هند پس از هشت ماه تعطیلی + عکس

 

captcha