IQNA

লেবাননে জ্বালানি ট্যাংকার প্রবেশের বিষয়ে হিজবুল্লাহর মহাসচিবের বার্তা

5:57 - September 16, 2021
সংবাদ: 3470676
তেহরান (ইকনা): লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব এক বার্তা বলেছেন, সেদেশে জ্বালানি ট্যাংকার প্রবেশের সময় কোন জনসমাগম করা যাবে না।

হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বুধবার বিকালে এক বিবৃতিতে বলেন: আমি বালবেক-হার্মেল অঞ্চলে বৃহস্পতিবার জ্বালানি ট্যাংকারের কনভয় গ্রহণের জন্য জনসাধারণ এবং গণমাধ্যমের প্রস্তুতি পর্যবেক্ষণ করেছি এবং এই পদক্ষেপের জন্য আমাদের সম্মানিত ব্যক্তিদের প্রশংসা করি।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এই মিথস্ক্রিয়া এবং প্রতিরোধের সমর্থনের জন্য এই অঞ্চলের জনগণকে ধন্যবাদ জানান । সকলের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বজায় রাখা এবং যথাসম্ভব পরিবহন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এই অঞ্চলে যাতে কোন জনসমাগম না হয় সেজন্য হিজবুল্লাহর দায়িত্বশীল ভাইদের প্রতি অনুরোধ করেছেন। iqna

captcha