IQNA

বিপ্লব বার্ষিকীর কর্মসূচি

আজ রাতে সারা ইরান প্রকম্পিত হবে 'আল্লাহু আকবার' ধ্বনিতে

16:38 - February 10, 2022
সংবাদ: 3471408
তেহরান (ইকনা): আগামীকাল (শুক্রবার) ইরানে উদযাপিত হবে ইসলামি বিপ্লবের বিজয় দিবস। এ উপলক্ষে এরিমধ্যে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিজয় দিবসকে সামনে রেখে আজ রাত নয়টায় সারাদেশ প্রকম্পিত হয়ে উঠবে ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে।

ইরানের সর্বস্তরের মানুষ নিজ নিজ বাড়ীর ছাদে উঠে ‘আল্লাহু আকবার’ ধ্বনি তুলে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাবেন। একইসঙ্গে সারাদেশের মসজিদের মিনারগুলো থেকেও ভেসে আসবে একই ধ্বনি।
 
'আল্লাহু আকবার' ধ্বনি শোনা যাবে রেডিও ও টিভি চ্যানেলগুলো থেকেও। রাত নয়টা বাজতেই একের পর এক আতশবাজির ঝলকানি দেখা যাবে সারা দেশের আকাশে।
 
মুহূর্তের জন্য বিভিন্ন বাড়ির ছাদ ও শহরের বিভিন্ন স্পট থেকে শত শত আতশবাজি ফোটানো হবে।
 
এদিকে, করোনা মহামারির কারণে আগামীকালের বিজয় শোভাযাত্রা ও মিছিল আয়োজনের ক্ষেত্রে বিশেষ কিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে। দেশের যেসব শহর রেড জোন হিসেবে ঘোষিত হয়েছে সেগুলোতে পদযাত্রা না করে কেবল গাড়ি শোভাযাত্রা আয়োজনের অনুরোধ করা হয়েছে।
 
রাজধানী তেহরানও রেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে। এ কারণে এই শহরেও বিপ্লবের বিজয় দিবস উপলক্ষে গাড়ী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পার্সটুডে
captcha