IQNA

নামাজের সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সৌদি আরব

20:10 - March 25, 2022
সংবাদ: 3471610
তেহরান (ইকনা): ঘোষণা দিয়ে মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদ থেকে সরাসরি নামাজ সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল সৌদি আরব। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর সমালোচনার মুখে পড়ে সৌদি প্রশাসন। কঠোর সমালোচনার মুখে পড়ে এবার সেই নিষেধাজ্ঞা বাতিল করলো দেশটি।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর নিশ্চিত করেছে। এর আগে বুধবার এক নির্দেশনায় সরাসরি নামাজ সম্প্রচার করা যাবে না বলে জানিয়েছিল সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। 
 
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছিল, পহেলা এপ্রিল থেকে নামাজের সময় ইমাম ও মুসল্লিদের ছবি তোলার জন্য মসজিদে ক্যামেরা ব্যবহার এবং সব ধরনের মিডিয়ার মাধ্যমে নামাজের লাইভ স্ট্রিমিং নিষিদ্ধ করা হয়েছে। এই পদক্ষেপ ছিল পবিত্র রোজার মাসের আগে ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা নির্দেশিকাগুলোর একটি।
 
ঘোষিত নির্দেশনায় ইমাম ও মুসল্লিদের ছবি তোলায় তথা মসজিদে ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ করা হয়। আরও বলা হয় মুসল্লিদের নিরবচ্ছিন্ন ইবাদতের স্বার্থে মসজিদে বাচ্চাদের না নিয়ে আসা, খাবারের অপচয় রোধে ইফতার পার্টি বা প্রকল্পের জন্য অনুমতি নেয়ার কথা ইত্যাদি।
 
জারিকৃত নির্দেশনার বেশিরভাগই সবাই মেনে নিলেও বিতর্কের জন্ম দেয় সরাসরি নামাজ সম্প্রচার নিষেধ করে দেয়া নির্দেশনা নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ব্যক্তি-গোষ্ঠী পর্যায়ে বিভ্রান্তির সৃষ্টি হয়, শুরু হয় তীব্র সমালোচনা। 
 
কঠোর সমালোচনার মুখে পড়ে জারি করা নির্দেশনাগুলো থেকে সরাসরি নামাজ সম্প্রচারে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। বৃহস্পতিবার হারামাইন শরিফাইন সরাসরি সম্প্রচার ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে।
 
ওই নির্দেশনায় মন্ত্রণালয় আরও বলেছে, যে সংস্থাগুলো ইফতার প্রকল্পের পরিকল্পনা করছে তাদের অবশ্যই অনুমোদনের জন্য আবেদন জমা দিতে হবে এবং মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে।
 
নির্দেশনাবলীতে জোর দিয়ে আরও বলা হয়েছে যে, রমজান মাসে মসজিদে মুসল্লিদের ইফতারের খাবার বিতরণকারী বেসরকারি সংস্থাগুলোকে সংশ্লিষ্ট মসজিদের ইমামদের সঙ্গে অবশ্যই সমন্বয় করতে হবে।  iqna
captcha