IQNA

“কাসিম রাদ্বিয়ী” সুললিত কণ্ঠে ৩০তম পারার তিলাওয়াত + অডিও

14:49 - May 02, 2022
সংবাদ: 3471798
তেহরান (ইকনা): পবিত্র রমজান মাস এবং পবিত্র কুরআন তিলাওয়াতের ঐতিহ্য উপলক্ষে, কুরআন নিউজ এজেন্সি প্রতিদিন ইরানের অন্যতম আন্তর্জাতিক ক্বারি কাসিম রাদ্বিয়ীর সুললিত কন্ঠে এক পারা করে কুরআন তিলাওয়াতের অডিও ফাইল প্রকাশ করছে।

পবিত্র রমজানের মাসের প্রাচীনতম ঐতিহ্য এবং সুন্নতে হাসানা হচ্ছে এই পবিত্র মাসে কমপক্ষে একবার কুরআন খতম দেওয়াত হয়। এই কুরআন খতমের জন্য প্রতিদিন কমপক্ষে একপারা করে কুরআন তিলাওয়াত করা হয়। যাতে করে আল্লাহর এই কিতাবের সাথে অধিক সম্পর্ক স্থাপন কর যায় এবং এই ঐশী গ্রন্থের শিক্ষাগুলো জীবনে বাস্তবায়ন করা যায়।
 
এই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে ‘কুরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা” ২০২২ সালের রমজানে প্রতিদিন আন্তর্জাতিক মানের ক্বারি এবং শিক্ষক কাসিম রাদ্বিয়ীর সুললিত কণ্ঠে পবিত্র কুরআনের এক পারার অডিও ফাইল আপলোড করছে।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারি এবং শিক্ষক কাসিম রাদ্বিয়ীর সুললিত কণ্ঠে ৩০তম পরার কুরআন তিলাওয়াতের অডিও ফাইলটি প্রকাশ করা হল:  
 
captcha