IQNA

আরাফার দিনের আমল সমূহ

10:20 - July 09, 2022
সংবাদ: 3472108
তেহরান (ইকনা): আরবি জিলহজ মাসের নবম দিনটিকে আরাফার দিন বলা হয়। এ দিনে হাজিরা মিনা থেকে আরাফার ময়দানে সমবেত হন এবং সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করেন।
আরাফার দিন হচ্ছে আরবি বছরের জিলহজ মাসের ৯ তারিখ। যদিও উক্ত দিনটির নামের পূর্বে ঈদ শব্দটি আসেনি কিন্তু তারপরেও উক্ত দিনটি হচ্ছে অন্যান্য ঈদের ন্যায় গুরুত্বপূর্ণ। আরাফার দিনকে কেন্দ্র করে রেওয়ায়েতে বেশ কিছু আমল বর্ণিত হয়েছে। 
 
১. রাসুল (সা.) হতে বর্ণিত “তসবিহে আশারা” পাঠ করা। সৈয়দ ইবনে তাউস (রহ.) “ইকবালুল আমাল” নামক গ্রন্থে আরাফার দিনে রাসুল (সা.) হতে বর্ণিত বিশেষ তসবিহটি আরাফার দিনের আমলে উল্লেখ করেছেন। তসবিহটি এক হাজারবার পাঠ করা।
২.এ দোয়াটি পাঠ করা: “اللّهُمَّ مَنْ تَعَبَّاَ وَﺗﻬﻴﺍ ” যা আরাফার দিন শুক্রবার দিবা রাত্রিতে এবং পূর্বে শুক্রবার রাতের আমলে তা বর্ণিত হয়েছে।
৩. ইমাম হুসাইন (আ.)এর যিয়ারত পাঠ করা এবং কারবালাতে ঈদের দিন পর্যন্ত অবস্থান করলে সে ঐ বছরে নিরাপদে থাকবে।
৯ই জিলহজ্ব তথা আরাফার হচ্ছে মর্যাদাপূর্ণ ও মহিমান্বিত ঈদের দিন। উক্ত দিনটি যদিও ঈদের দিন হিসেবে পরিচিতি পাইনি। তারপরেও আল্লাহ এ দিনে তাঁর বান্দাদের তাঁর ইবাদতের জন্য আহবান জানিয়েছেন। আজকের দিনে তিনি ক্ষমা দ্বারকে উন্মুক্ত করে দেন এবং আজকে শয়তানকে অপদস্থ ও অপমানিত করেন। রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে, ইমাম জয়নুল আবেদীন (আ.) আরাফার দিনে একজন ভিক্ষুক ভিক্ষা চাচ্ছিল। তিনি সে ভিক্ষুককে বললেন: হায় তুমি আজকের ন্যায় মহিমান্বত দিবসে আল্লাহ ছাড়া অন্যর কাছে ভিক্ষা করছো অথচ আজকের দিনে তো মায়ের গর্ভের সন্তানেরাও আল্লাহর অনুগ্রহ ও কৃপায় সৌভাগ্যবান হয়। এ দিনে কিছু আমল বর্ণিত হয়েছে যেমন:
 
১. গোসল করা।
২. ইমাম হুসাইন (আ.)এর যিয়ারত করা। উক্ত যিয়ারতের বিনিময়ে তাকে হাজার হজ্ব, ওমরা ও জিহাদের চেয়েও বেশী সওয়াব দান করা হয়। এ যিয়ারতের ফযিলত সম্পর্কে অনেক হাদীস বর্ণিত হয়েছে। হাদীসে বর্ণিত হয়েছে যে, কেউ যদি ইমাম হুসাইন (আ.)এর মাজারের গম্বুজের নিচে অবস্থান করে তাহলে তার সওয়াবের পরিমাণ আরাফাতের ময়দানে উপস্থিত লোকদের চেয়ে কোন অংশে কম না বরং বেশী এবং সে তাদের থেকেও উত্তম। ইমাম হুসাইন (আ.)এর যিয়ারতের পদ্ধতি যিয়ারতের অধ্যায়ে বর্ণিত হয়েছে। তবে আমাদের স্মরণে রাখতে হবে যে, কোন ব্যাক্তি যেন তার ওয়াজিব হজ্বকে অমূল্যায়ণ করে যিয়ারত করতে না যায়।
৩. আসরের নামাজের পরে দোয়া-এ আরাফা পাঠের পূর্বে দুই রাকাত নামাজ পড়তে হবে এবং আল্লাহর কাছে নিজের গুনাহের স্বীকারোক্তি করতে হবে যেন সেও আরাফাতের ময়দানে উপস্থিতির সওয়াব অর্জন করতে পারে এবং তার গুনাহকে ক্ষমা করে দেয়া হয়। অতঃপর মাসুম (আ.)গণের বর্ণনা অনুযায়ি দোয়া-এ আরাফা পাঠ করতে হবে এবং আরাফার আমলসমূহ সম্পাদন করে। উক্ত দিনের আমল এতই বেশী যা এখানে বর্ণনা করা সম্ভব না। তারপরেও কিছু আমল উল্লেখ করা হলো:
শেখ কাফআমী (রহ.) মিসবাহ নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে, আরাফাতের দিনে রোজা রাখা মুস্তাহাব। তবে খেয়াল রাখতে হবে যেন রোজা রাখার কারণে দোয়া পাঠের ক্ষেত্রে কোন সমস্যা পরিলক্ষিত না হয়। যাওয়ালের পূর্বে গোসল করা মুস্তাহাব এবং আরাফার দিন ও রাতে ইমাম হুসাইন (আ.)এর যিয়ারত পাঠ করা মুস্তাহাব। যোহর ও আসরের নামাজ খোলা আকাশের নিচে পড়তে হবে। তারপরে দুই রাকাত নামাজ পড়তে হবে। প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে সুরা ইখলাস পাঠ করতে হবে এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পরে সুরা কাফিরুন পাঠ করতে হবে।
অতঃপর চার রাকাত নামাজ পড়তে হবে প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে ৫০ বার সুরা ইখলাস পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপ পদ্ধতিতে পড়তে হবে। অবশিষ্ট দুই রাকাত নামাজ উল্লেখিত পদ্ধতিতে পড়তে হবে।
শেখ বলেছেন: এ চার রাকাত নামাজটি আমীরুল মু’মিনিন (আ.)এর মুস্তাহাব নামাজের ন্যায় যা শুক্রবারের আমলে বর্ণিত হয়েছে। নামাজের পরে রাসুল (সা.) হতে বর্ণিত এ দশটি তসবিহ পাঠ করতে হবে যা সৈয়দ ইবনে তাউস (রহ.) তার ইক্ববালুল আমাল নামক গ্রন্থে উল্লেখ করেছেন যা নিন্মরূপ:
سُبْحَانَ الَّذي‏ فِي‏ السَّمآءِ عَرْشُهُ سُبْحَانَ الَّذي‏ فِي‏ الاَرْضِ حُكمُهُ سُبْحَانَ الَّذي‏ فِي‏ الْقُبوُرِ قَضآؤُهُ سُبْحَانَ الَّذي‏ فِي‏ الْبَحْرِ سَبيلُهُ سُبْحَانَ الَّذي‏ فِي‏ النّارِ سُلْطانُهُ سُبْحَانَ الَّذي‏ فِي‏ الْجَنَّةِ رَحْمَتُهُ سُبْحَانَ الَّذي‏ فِي‏ الْقِيمَةِ عَدْلُهُ سُبْحَانَ الَّذي‏ رَفَعَ السَّمآءَ سُبْحَانَ الَّذي‏ بَسَطَ اِلاَّرْضَ سُبْحَانَ الَّذي‏ لاَ مَلْجَاَ وَلاَ مَنْجا مِنْهُ اِلاَّ إلَيهِ.
অতঃপর ১০০ বার বলতে হবে:
سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ اِلهَ اِلاَّ اللَّهُ وَاللَّهُ اَكبَرُ.
অতঃপর সুরা ইখলাস আয়াতুল কুরসী এবং দুরুদ শরীফ প্রত্যেকটি ১০০ বার পাঠ করতে হবে। তারপরে বলতে হবে:
لا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَ لَهُ الْحَمْدُ يُحْيِي وَ يُمِيتُ وَ يُمِيتُ وَ يُحْيِي وَ هُوَ حَيٌّ لا يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ وَ هُوَ عَلَى كُلِّ شَيْ ءٍ قَدِيرٌ.
১০ বার বলতে হবে: أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لا إِلَهَ إِلا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَ أَتُوبُ إِلَيْهِ, ১০ বার বলতে হবে:   يَا اللَّهُ , ১০ বার বলতে হবে: يَا رَحْمنُ, ১০ বার বলতে হবে: يَا رَحيمُ, ১০ বার বলতে হবে: يَا بَديعَ السَّمواتِ وَالاَرْضِ يَا ذَاالْجَلاَلِ وَالاِكْرَامِ, ১০ বার বলতে হবে: يَا حَيُّ‏ يَا قَيومُ, ১০ বার বলতে হবে: يَا حَنّانُ يَا مَنّانُ, ১০ বার বলতে হবে  يَا لاَ اِلهَ اِلاَّ اَنْت, ১০ বার বলতে হবে: اَمِينَ
ইমাম জাফর সাদিক্ব (আ.) হতে বর্ণিত বিশেষ দুরুদ শরীফটি নিন্মরূপ:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا مَنْ هُوَ أَقْرَبُ إِلَيَّ مِنْ حَبْلِ الْوَرِيدِ يَا مَنْ يَحُولُ بَيْنَ الْمَرْءِ وَ قَلْبِهِ يَا مَنْ هُوَ بِالْمَنْظَرِ الْأَعْلَى وَ بِالْأُفُقِ الْمُبِينِ يَا مَنْ هُوَ الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى يَا مَنْ لَيْسَ كَمِثْلِهِ شَيْ ءٌ وَ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ أَسْأَلُكَ أَنْ تُصَلِّيَ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ .
অতঃপর আল্লাহর কাছে দোয়া করলে ইনশাল্লাহ তার দোয়া কবুল করা হবে। ইমাম সাদিক্ব (আ.) হতে বর্ণিত হয়েছে যে, কেউ যদি এ দুরুদটি পাঠ করে তাহলে সে আহলে বাইত (আ.)দেরকে আনন্দিত করলো। দুরুদ শরীফটি নিন্মরূপ:
اللَّهُمَّ يَا أَجْوَدَ مَنْ أَعْطَى وَ يَا خَيْرَ مَنْ سُئِلَ وَ يَا أَرْحَمَ مَنِ اسْتُرْحِمَ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ فِي الْأَوَّلِينَ وَ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ فِي الْآخِرِينَ وَ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ فِي الْمَلَإِ الْأَعْلَى وَ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ فِي الْمُرْسَلِينَ اللَّهُمَّ أَعْطِ مُحَمَّدا وَ آلَهُ الْوَسِيلَةَ وَ الْفَضِيلَةَ وَ الشَّرَفَ وَ الرِّفْعَةَ وَ الدَّرَجَةَ الْكَبِيرَةَ اللَّهُمَّ إِنِّي آمَنْتُ بِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَ آلِهِ وَ لَمْ أَرَهُ فَلا تَحْرِمْنِي فِي [يَوْمِ ] الْقِيَامَةِ رُؤْيَتَهُ وَ ارْزُقْنِي صُحْبَتَهُ وَ تَوَفَّنِي عَلَى مِلَّتِهِ وَ اسْقِنِي مِنْ حَوْضِهِ مَشْرَبا رَوِيّا سَائِغا هَنِيئا لا أَظْمَأُ بَعْدَهُ أَبَدا إِنَّكَ عَلَى كُلِّ شَيْ ءٍ قَدِيرٌ اللَّهُمَّ إِنِّي آمَنْتُ بِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَ آلِهِ وَ لَمْ أَرَهُ فَعَرِّفْنِي فِي الْجِنَانِ وَجْهَهُ اللَّهُمَّ بَلِّغْ مُحَمَّدا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَ آلِهِ مِنِّي تَحِيَّةً كَثِيرَةً وَ سَلاماً
দোয়া-এ উম্মে দাউদ পাঠ করতে হবে যা রজব মাসের আমলে বর্ণিত হয়েছে। অতঃপর এ তসবিহটি পাঠ করতে হবে যা পাঠের কারণে আল্লাহ তায়ালা তাঁকে অফুরন্ত সওয়াব দান করবেন। তসবিহটি নিন্মরূপ:
سُبْحَانَ اللَّهِ قَبْلَ كُلِّ أَحَدٍ وَ سُبْحَانَ اللَّهِ بَعْدَ كُلِّ أَحَدٍ وَ سُبْحَانَ اللَّهِ مَعَ كُلِّ أَحَدٍ وَ سُبْحَانَ اللَّهِ يَبْقَى رَبُّنَا وَ يَفْنَى كُلُّ أَحَدٍ وَ سُبْحَانَ اللَّهِ تَسْبِيحا يَفْضُلُ تَسْبِيحَ الْمُسَبِّحِينَ فَضْلاً كَثِيراً قَبْلَ كُلِّ أَحَدٍ وَ سُبْحَانَ اللَّهِ تَسْبِيحا يَفْضُلُ تَسْبِيحَ الْمُسَبِّحِينَ فَضْلا كَثِيرا بَعْدَ كُلِّ أَحَدٍ وَ سُبْحَانَ اللَّهِ تَسْبِيحاً يَفْضُلُ تَسْبِيحَ الْمُسَبِّحِينَ فَضْلا كَثِيرا مَعَ كُلِّ أَحَدٍ، وَ سُبْحَانَ اللَّهِ تَسْبِيحاً يَفْضُلُ تَسْبِيحَ الْمُسَبِّحِينَ فَضْلاً كَثِيراً لِرَبِّنَا الْبَاقِي وَ يَفْنَى كُلُّ أَحَدٍ وَ سُبْحَانَ اللَّهِ تَسْبِيحاً لا يُحْصَى وَ لا يُدْرَى وَ لا يُنْسَى وَ لا يَبْلَى وَ لا يَفْنَى وَ لَيْسَ لَهُ مُنْتَهًى وَ سُبْحَانَ اللَّهِ تَسْبِيحاً يَدُومُ بِدَوَامِهِ وَ يَبْقَى بِبَقَائِهِ فِي سِنِي الْعَالَمِينَ وَ شُهُورِ الدُّهُورِ وَ أَيَّامِ الدُّنْيَا وَ سَاعَاتِ اللَّيْلِ وَ النَّهَارِ وَ سُبْحَانَ اللَّهِ أَبَدَ الْأَبَدِ وَ مَعَ الْأَبَدِ مِمَّا لا يُحْصِيهِ الْعَدَدُ وَ لا يُفْنِيهِ الْأَمَدُ وَ لا يَقْطَعُهُ الْأَبَدُ وَ تَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ.
অতঃপর বলতে হবে:
اَلْحَمْدُ لِلَّهِ قَبْلَ كُلِّ اَحَدٍ وَالْحَمْدُ لِلَّهِ بَعْدَ كُلِّ اَحَدٍ، اَلْحَمْدُ لِلَّهِ قَبْلَ كُلِّ اَحَدٍ اَلْحَمْدُ لِلَّهِ بَعْدَ كُلِّ اَحَدٍ وَ اَلْحَمْدُ لِلَّهِ مَعَ كُلِّ اَحَدٍ وَ اَلْحَمْدُ لِلَّهِ يبْقي‏ رَبُّنا ويفْني‏ كلُّ اءَحَدٍ وَ اَلْحَمْدُ لِلَّهِ تَسْبيحاً يفْضُلُ تَسْبيحَ الْمُسَبِّحينَ فَضْلاَ كثيراً قَبْلَ كُلِّ اَحَدٍ وَ اَلْحَمْدُ لِلَّهِ تَسْبيحاً يفْضُلُ تَسْبيحَ الْمُسَبِّحينَ فَضْلاَ كثيراً بَعْدَ كُلِّ اَحَدٍ وَ اَلْحَمْدُ لِلَّهِ تَسْبيحاً يفْضُلُ تَسْبيحَ الْمُسَبِّحينَ فَضْلاَ كثيراً مَعَ كُلِّ اَحَدٍ وَ اَلْحَمْدُ لِلَّهِ تَسْبيحاً يفْضُلُ تَسْبيحَ الْمُسَبِّحِينَ فَضْلاَ كثيراً لِرَبِّنَا الْباقي‏ وَيفْني‏ كلُّ اَحَدٍ وَ اَلْحَمْدُ لِلَّهِ تَسْبيحاً لاَ يحْصي‏ وَلاَ يدْري‏ وَلاَ ينْسي‏ وَلاَ يبْلي‏ وَلاَ يفْني‏ وَلَيسَ لَهُ مُنْتَهي‏ وَ اَلْحَمْدُ لِلَّهِ تَسْبيحاً يدوُمُ بِدَوامِهِ وَيبْقي‏ بِبَقآئِهِ فِي‏ سِنِي‏ الْعالَمينَ وَشُهوُرِ الدُّهوُرِ وَاَيَامِ الدُّنْيَا وَساعاتِ اللَّيلِ وَالنَّهارِ وَ اَلْحَمْدُ لِلَّهِ اَبَدَ اِلاَّبَدِ وَمَعَ اِلاَّبَدِ مِمّا لاَ يحْصيهِ الْعَدَدُ وَلاَ يفْنيهِ اِلاَّمَدُ وَلاَ يقْطَعُهُ اِلاَّبَدُ وَتَبارَك اللَّهُ اَحْسَنُ الْخآلِقينَ.
তারপর বলতে হবে:
لاَ اِلهَ اِلاَّ اللَّهُ قَبْلَ كُلِّ اَحَدٍ وَ لاَ اِلهَ اِلاَّ اللَّهُ بَعْدَ كُلِّ اَحَدٍ وَلاَ اِلهَ اِلاَّ اللَّهُ مَعَ كُلِّ اَحَدٍ وَلاَ اِلهَ اِلاَّ اللَّهُ يبْقي‏ رَبُّنا ويفْني‏ كلُّ اَحَدٍ وَلاَ اِلهَ اِلاَّ اللَّهُ تَسْبيحاً يفْضُلُ تَسْبيحَ الْمُسَبِّحينَ فَضْلاَ كثيراً قَبْلَ كُلِّ اَحَدٍ وَلاَ اِلهَ اِلاَّ اللَّهُ تَسْبيحاً يفْضُلُ تَسْبيحَ الْمُسَبِّحينَ فَضْلاَ كثيراً بَعْدَ كُلِّ اَحَدٍ وَلاَ اِلهَ اِلاَّ اللَّهُ تَسْبيحاً يفْضُلُ تَسْبيحَ الْمُسَبِّحينَ فَضْلاَ كثيراً مَعَ كُلِّ اَحَدٍ وَ لاَ اِلهَ اِلاَّ اللَّهُ تَسْبيحاً يفْضُلُ تَسْبيحَ الْمُسَبِّحِينَ فَضْلاَ كثيراً لِرَبِّنَا الْباقي‏ وَيفْني‏ كلُّ اَحَدٍ وَلاَ اِلهَ اِلاَّ اللَّهُ تَسْبيحاً لاَ يحْصي‏ وَلاَ يدْري‏ وَلاَ ينْسي‏ وَلاَ يبْلي‏ وَلاَ يفْني‏ وَلَيسَ لَهُ مُنْتَهي‏ وَلاَ اِلهَ اِلاَّ اللَّهُ تَسْبيحاً يدوُمُ بِدَوامِهِ وَيبْقي‏ بِبَقآئِهِ فِي‏ سِنِي‏ الْعالَمينَ وَشُهوُرِ الدُّهوُرِ وَاَيَامِ الدُّنْيَا وَساعاتِ اللَّيلِ وَالنَّهارِ وَ لاَ اِلهَ اِلاَّ اللَّهُ اَبَدَ اِلاَّبَدِ وَمَعَ اِلاَّبَدِ مِمّا لاَ يحْصيهِ الْعَدَدُ وَلاَ يفْنيهِ اِلاَّمَدُ وَلاَ يقْطَعُهُ اِلاَّبَدُ وَتَبارَك اللَّهُ اَحْسَنُ الْخآلِقينَ.
এরপর বলতে হবে:
اللَّهُ اَكبَرُ قَبْلَ كُلِّ اَحَدٍ وَاللَّهُ اَكبَرُبَعْدَ كُلِّ اَحَدٍ اللَّهُ اَكبَرُ  قَبْلَ كُلِّ اَحَدٍ الْحَمْدُلِلهِ  بَعْدَ كُلِّ اَحَدٍ اللَّهُ اَكبَرُمَعَ كُلِّ اَحَدٍ اللَّهُ اَكبَرُيبْقي‏ رَبُّنا ويفْني‏ كلُّ اءَحَدٍ وَاللَّهُ اَكبَرُتَسْبيحاً يفْضُلُ تَسْبيحَ الْمُسَبِّحينَ فَضْلاَ كثيراً قَبْلَ كُلِّ اَحَدٍ اللَّهُ اَكبَرُتَسْبيحاً يفْضُلُ تَسْبيحَ الْمُسَبِّحينَ فَضْلاَ كثيراً بَعْدَ كُلِّ اَحَدٍ اللَّهُ اَكبَرُ تَسْبيحاً يفْضُلُ تَسْبيحَ الْمُسَبِّحينَ فَضْلاَ كثيراً مَعَ كُلِّ اَحَدٍ اللَّهُ اَكبَرُ  تَسْبيحاً يفْضُلُ تَسْبيحَ الْمُسَبِّحِينَ فَضْلاَ كثيراً لِرَبِّنَا الْباقي‏ وَيفْني‏ كلُّ اَحَدٍ وَ الْحَمْدُلِلهِ  تَسْبيحاً لاَ يحْصي‏ وَلاَ يدْري‏ وَلاَ ينْسي‏ وَلاَ يبْلي‏ وَلاَ يفْني‏ وَلَيسَ لَهُ مُنْتَهي‏ اللَّهُ اَكبَرُ تَسْبيحاً يدوُمُ بِدَوامِهِ وَيبْقي‏ بِبَقآئِهِ فِي‏ سِنِي‏ الْعالَمينَ وَشُهوُرِ الدُّهوُرِ وَاَيَامِ الدُّنْيَا وَساعاتِ اللَّيلِ وَالنَّهارِ اللَّهُ اَكبَرُ  اَبَدَ اِلاَّبَدِ وَمَعَ اِلاَّبَدِ مِمّا لاَ يحْصيهِ الْعَدَدُ وَلاَ يفْنيهِ اِلاَّمَدُ وَلاَ يقْطَعُهُ اِلاَّبَدُ وَتَبارَك اللَّهُ اَحْسَنُ الْخآلِقينَ.
তারপরে শেখ তুসি (রহ.) ইমাম আলী বিন হুসাইন (আ.) হতে বর্ণিত সেই দোয়াটি পাঠ করতে হবে যা তিনি তার মিসবাহ নামক গ্রন্থে শুক্রবারের রাতের আমলে উল্লেখ করেছেন:
اَللّهُمَّ  اَنْتَ اللّهُ رَبُّ الْعَالَمِينَ..............
এছাড়া এদিনে সহীফা এ কামেলার ৪৭ নং দোয়াটি যা এ দিনের পাঠের জন্য উপযুক্ত দোয়া। দোয়াটি মনযোগের সাথে পাঠ করলে আল্লাহ তার ওপরে রহমত নাযিল হবে।
ইমাম হুসাইন (আ.)এর প্রসিদ্ধ দোয়া-এ আরাফা পাঠ করতে হবে।
 
সূত্র: মাফাতিহুল জিনান।
ট্যাগ্সসমূহ: আরাফা ، ইকনা ، আমল
captcha