IQNA

হাদী রাহিমির মনোমুগ্ধকর তিলাওয়াত + ভিডিও

15:04 - July 19, 2022
সংবাদ: 3472150
তেহরান (ইকনা): হাদি রাহিমি ইসলামী প্রজাতন্ত্র ইরানের একজন প্রসিদ্ধ কুরআনের শিক্ষক এবং ক্বারি।

সম্প্রতি তিনি কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার হেড অফিসের স্টুডিওতে উপস্থিত হয়ে সূরা হজের ২৫ থেকে ২৯ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।

 

তার এই এই মনোমুগ্ধকর তিলাওয়াতের ভিডিওটি “ইকনা”র দর্শনার্থীদের জন্য তুলে ধরা হল: 

 

اعوذ بالله من الشیطان الرجیم

إِنَّ الَّذِينَ كَفَرُوا وَيَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ الَّذِی جَعَلْنَاهُ لِلنَّاسِ سَوَاءً الْعَاكِفُ فِيهِ وَالْبَادِ وَمَنْ يُرِدْ فِيهِ بِإِلْحَادٍ بِظُلْمٍ نُذِقْهُ مِنْ عَذَابٍ أَلِيمٍ 

নিশ্চয় যারা অবিশ্বাস করে এবং মানুষকে আল্লাহর পথ হতে ও সম্মানিত মসজিদ (কাবাগৃহ) যাকে আমরা মানবজাতির জন্য, হোক তারা সেখানে অবস্থানকারী অথবা মরুবাসী, সমান করেছি হতে নিবৃত্ত করে (তারা কঠোর শাস্তির যোগ্য) এবং যে কেউ এতে (মসজিদে) অন্যায়ভাবে বক্রতা সৃষ্টির সঙ্কল্প করবে- তাকে আমরা মর্মান্তিক শাস্তি আস্বাদন করাব।

وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَنْ لَا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ 

(সে সময়কে স্মরণ কর) যখন আমরা ইবরাহীমের জন্য (কাবা) গৃহের স্থান নির্দিষ্ট করেছিলাম (এবং তাকে বলেছিলাম,) ‘আমার সাথে কোন অংশী সাব্যস্ত কর না এবং আমার গৃহকে তাওয়াফকারী, (নামাযে) দণ্ডায়মান, রুকু ও সিজদাকারীদের জন্য পবিত্র রাখ।

وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ 

এবং মানুষের মধ্যে হজ্জের ঘোষণা করে দাও, যেন তারা তোমার নিকট পায়ে হেঁটে এবং সব রকমের শীর্ণকায়

বাহনে করে দূর-দূরান্ত হতে (গভীর উপত্যকা অতিক্রম করে) আসে,

لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ 

যাতে তারা তাদের কল্যাণ প্রত্যক্ষ করে এবং যাতে তারা নির্দিষ্ট দিনগুলোতে সেই গৃহপালিত চতুষ্পদ প্রাণীদের ওপরÑ যেগুলো আল্লাহ জীবিকাস্বরূপ তাদের দান করেছেন আল্লাহর নাম স্মরণ করে; অতএব, তোমরা তা হতে আহার কর এবং দুর্গত-অভাবগ্রস্তকেও আহার করাও।

ثُمَّ لْيَقْضُوا تَفَثَهُمْ وَلْيُوفُوا نُذُورَهُمْ وَلْيَطَّوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقِ 

অতঃপর যেন তারা তাদের নিজ নিজ দৈহিক অপরিচ্ছন্নতা দূর করে এবং তাদের মানত পূর্ণ করে এবং প্রাচীন গৃহের (কাবাগৃহের) তাওয়াফ (প্রদক্ষিণ) করে।

4071191

 

captcha