IQNA

কুরআনের ব্যাপারে মুসলমানের তিনটি কর্তব্য

13:23 - November 07, 2022
সংবাদ: 3472780
তেহরান (ইকনা): ইসলামের নবী (সা.) বলেছেন: মুসলমানদের নিকট পবিত্র কুরআন একটি আমানত। এটি এমন একটি আমানত যা সঠিকভাবে যত্ন নেওয়া প্রয়োজন; তবে, কুরআনের যত্ন নেওয়ার অর্থ কেবল পরিষ্কার রাখা নয়, বরং পবিত্র কুরআন তিলাওয়াত এবং সেই মোতাবেক আমল করার মাধ্যমে এর যত্ন নিতে হবে।
পবিত্র কুরআন কোন মানুষের বাণী নয়, শব্দের বিনিময়ে এটি মহান আল্লাহর বাণী। 
কুরআনের প্রতি প্রত্যেক মুসলমানের তিনটি প্রধান কর্তব্য রয়েছে। যদি এই দায়িত্বগুলো সঠিক ভাবে পালন করা হয়, তাহলে কুরআন আমাদের জীবনে প্রবেশ করবে এবং আমাদের ব্যথা নিরাময় করবে; কারণ এটি আত্মার খোরাক।
সূরা ইউনুসের ৫৭ নম্বর আয়াতে আল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছেন:
«قَدْ جاءَتْکُمْ مَوْعِظَةٌ مِنْ رَبِّکُمْ وَ شِفاءٌ لِما فِي الصُّدُورِ وَ هُديً وَ رَحْمَةٌ لِلْمُؤْمِنينَ»، 
হে মানবজাতি! নিশ্চয় তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট থেকে উপদেশ ও বক্ষসমূহে যা আছে তার জন্য আরোগ্য এবং বিশ্বাসীদের জন্য পথনির্দেশ ও করুণা এসেছে। 
আমাদের প্রথম দায়িত্ব হলো কুরআন তিলাওয়াত শেখা। মহানবী (সা.) বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কুরআন শেখে ও শিক্ষা দেয়। ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন, "কুরআন না শিখে কোন মুমিনের মৃত্যুবরণ করা উচিত নয়; কুরআন মহানবী (সা.)এর উপর এবং আমাদের জন্য নাযিল হয়েছে, আমরা যদি তা না পড়ি এবং না বুঝি, তাহলে কি লাভ?
কুরআন শেখার পর দ্বিতীয় দায়িত্ব হলো তা তিলাওয়াত করা। রাসূল (সা.) থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে, সবচেয়ে ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে কুরআন তিলাওয়াত।
ইমাম জাফর সাদিক (আ.) বলেন, "পবিত্র কুরআন হচ্ছে তোমাদের সাথে মহান আল্লাহর অঙ্গীকার, প্রতিদিন কমপক্ষে ৫০ টি আয়াত পাঠ করা আবশ্যক"। ইমাম রেজা (আ.) প্রতি তিন দিনে একবার কুরআন খতম করতেন। মরহুম ইমাম খোমেনী (রহ.) যখন হাসপাতালে শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন তখন তাঁর বুকে কুরআন ছিল।
ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন, কিয়ামতের দিন তিনটি জিনিস মানুষের বিরুদ্ধে অভিযোগ করবে; মুসল্লি বিহীন মসজিদ, মানুষ যে আলেমের মর্ম বোঝে না ও নিজেদের ধর্ম বুঝতে তার কাছে যায় না, সেই আলেম এবং  তৃতীয়ত হচ্ছে, যে কুরআন ঘরে থেকে তার উপর ধুলা জমে যায়।
আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো কুরআন অনুসরণ করা। কুরআন শেখা এবং তা তিলাওয়াত করা উভয়ই এর অনুশীলনের পূর্বসূরি। আমরা তিলাওয়াত করি "ইয়া কানা বুদু ইয়া কানাস্তাইন" (হে আল্লাহ!) আমরা তোমারই উপাসনা করি এবং তোমার থেকেই সাহায্য প্রার্থনা করি। এবং আমাদের সেই মোতাবেক কাজ করতে হবে।
 
captcha