IQNA

ইসরাইলকে অবিলম্বে ‘গণহত্যা’ বন্ধ করতে হবে: এরদোগান

8:51 - October 21, 2023
সংবাদ: 3474538
তুরস্ক (ইকনা): ইহুদিবাদী শাসকদের গাজায় ক্রমাগত বোমা হামলার কথা উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন: এটা স্পষ্ট যে গাজার হাসপাতাল, স্কুল, মসজিদ ও গির্জায় শিশু, নারী ও বেসামরিক মানুষকে হত্যা এবং বোমা হামলা করে নিরাপত্তা অর্জন করা যাবে না।
তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান সামাজিক নেটওয়ার্কে তার অ্যাকাউন্টে একটি বার্তা প্রকাশ করে জোর দিয়েছিলেন: গাজায় আক্রমণের তীব্রতা আরও বেদনা, মৃত্যু এবং কান্না ছাড়া আর কিছুই হবে না।
 
তিনি আরও যোগ করেছেন: আমি আবারও ইসরাইলকে বলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে তাদের আক্রমণের পরিধি কখনই প্রসারিত না করতে এবং অবিলম্বে তাদের এই গণহত্যার অপারেশন বন্ধ করতে।
 
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গাজায় হামলা বন্ধ করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন তিনি।
 
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর তিনি ইসরাইলকে এই আহ্বান জানান। এরদোগান বলেন, পশ্চিমা শক্তি ও গণমাধ্যমের মদদপুষ্ট 'উন্মাদনা' থেকে এই অঞ্চলকে রক্ষা করতে হবে।
 
তিনি বলেন, ইসরাইল গাজায় আক্রমণ করার মতো ভুল থেকে ফিরে আসার পরিবর্তে আরও অঞ্চলে হামলার জন্য উসকানি দিচ্ছে।
 
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমি ইসরাইলি নেতৃত্বের প্রতি আমার আহ্বান পুনর্ব্যক্ত করছি, তারা যেন বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিধি না বাড়ায় এবং অবিলম্বে গণহত্যার মতো অভিযান বন্ধ করে।
ট্যাগ্সসমূহ: ইসরাইল ، নাগরিক ، গণহত্যা
captcha