IQNA

গাজায় শহীদের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে

14:21 - January 17, 2024
সংবাদ: 3474959
ইকনা: আল-আকসা তুফানের ১০৩ তম দিনে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে: গাজায় শহীদের সংখ্যা ২৪,৪৪৮ বেড়েছে এবং এক বিবৃতিতে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের তালিকায় ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের সঙ্গে যুক্ত সংগঠনগুলোকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকদের হামলায় শহীদের সংখ্যা ২৪,৪৪৮ জনে বৃদ্ধি পেয়েছে বলে ঘোষণা করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই সংবাদ ঘোষণা করেছে এবং যোগ করেছে: দখলদার শাসক গত ২৪ ঘন্টায় গাজায় ফিলিস্তিনি পরিবারের বিরুদ্ধে ১৬ বার হামলা চালিয়েছে, যার ফলে ১৬৩ জন শহীদ এবং ৩৫০ জন আহত হয়েছে।

একই সময়ে, ইহুদিবাদী শাসকের সাম্প্রতিক হামলায় ফিলিস্তিনি শহীদ ও আহতদের সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় উল্লেখ করেছে। ইহুদিবাদী শাসকদের আগ্রাসন এবং ৭ম অক্টোবর গাজা যুদ্ধ এবং আল-আকসা ঝড় অভিযান শুরু হওয়ার পর থেকে গাজায় এই হামলার শিকারের সংখ্যা বেড়ে ২৪,৪৪৮ শহীদ এবং ৬১,৫০৪ আহত হয়েছে।

জাতিসংঘের মতে, গাজার জনসংখ্যার ৮৫ শতাংশ ইতিমধ্যে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস রবিবার বলেছেন, ‘গাজার লোকেরা নরকে বাস করছে’ এবং ভূখণ্ডের ‘কোথাও নিরাপদ নয়’।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি পোস্টে গেব্রিয়েসাস বলেছেন ‘১০০ দিন পার হয়েছে। অবিরাম নিরাপত্তাহীনতা ও অবর্ণনীয় ভয়ের সঙ্গে গণনা এখনো চলছে। আরো অপ্রয়োজনীয় মৃত্যু এবং আঘাত ঠেকাতে সহিংসতার অবসান ঘটানোর জন্য সব কিছু করতে হবে। এখনই জিম্মিদের মুক্তি দিন।

captcha