IQNA

হ্যামবুর্গে ইরানী ক্বারির এক নিশ্বাসে সূরা ফাতেহা ও বাকারার একাংশ তিলাওয়াত + ভিডিও

22:02 - January 06, 2019
সংবাদ: 2607695
আন্তর্জাতিক ডেস্ক: হ্যামবুর্গে ইসলামিক সেন্টারের আওতাধীন দারুল কুরআনের পক্ষ থেকে অনুষ্ঠিত কুরআন মাহফিলে ইরান বিশিষ্ট ক্বারি সাইয়্যেদ মুহাম্মাদ জাওয়াদ হুসাইনি কুরআন তিলাওয়াত করেছেন।

বার্তা সংস্থা ইকনা: সাইয়্যেদ মুহাম্মাদ জাওয়াদ হুসাইনি এক নিশ্বাসে সূরা ফাতেহা ও বাকারার একাংশ তিলাওয়াত করেছেন। তার তিলাওয়াতের এই ভিডিওটি উক্ত ইসলামিক সেন্টারের টেলিগ্রামে প্রকাশিত হয়েছে।
সাইয়্যেদ মুহাম্মাদ জাওয়াদ হুসাইনি এই পূর্বে তার এই তিলাওয়াতটি (এক নিশ্বাসে সূরা ফাতেহা ও বাকারার একাংশ তিলাওয়াত) ইরাকের নাজাফে ইমাম আলী (আ.)এর মাযারে তিলাওয়াত করেছিলেন।
সাইয়্যেদ মুহাম্মাদ জাওয়াদ হুসাইনি ইরানের আন্তর্জাতিক মানের ক্বারি। তিনি ১৯৮৪ সালে ইরানের পবিত্র নগরী মাশহাদ থেকে ৭৫ কিলোমিটার দূরে ফারামান শহরে একটি ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন।
তার পিতা আহলে বায়েত (আ.)এর একজন নওহাখান, কবি ও জাকের। প্রকৃতপক্ষে, এটা বলা যেতে পারে যে, তিনি তার পরিবারের নিকট থেকে উষ্ণ এবং সুন্দর কণ্ঠটি উত্তরাধিকারসূত্রে অর্জন করেছেন।

iqna

captcha